আওরঙ্গজেব
১৮ বছর বয়সেই ডক্টরেট করার পর নিউ অর্লিন্স ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দিয়ে বিশ্বরেকর্ড করেছেন আলেয়া সবুর। তিনি ৩০০ বছরের গিনেজ রেকর্ড ভঙ্গ করলেন। ১৭১৭ সালে বিজ্ঞানী নিউটনের ছাত্র ১৯ বছর বয়সী কলিন ম্যাকলোরিন প্রফেসর হিসেবে নতুন রেকর্ড গড়েছিলেন।
আলেয়ার আলোর বিচ্ছুরণ:
১. বিস্ময় সৃষ্টিকারী আলেয়া সবুর ২ বছর বয়সেই পুরো একটি উপন্যাস পাঠ করেন।
২. চতুর্থ গ্রেডে অধ্যয়নকালেই অসাধারণ মেধার পরিচয় দেন এবং তাকে সরাসরি দ্বাদশ গ্রেডে উন্নীত করা হয়।
এ ঘটনায় সে সময় সারাবিশ্বে আলোচনার ঝড় উঠেছিল।
৩. ১৪ বছর বয়সে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির স্টনিব্রুক কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি নেন।
৪. ১৮ বছর বয়সে পিএইচডি করেন ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে।
৫. ১৯ ফেব্রুয়ারি ১৮ বছর বয়সে দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্খিত কনকাক ইউনিভার্সিটিতে অ্যাডভান্স টেকনোলজি ফিউশন ডিপার্টমেন্টে ফুলটাইম ফ্যাকাল্টি প্রফেসর হিসেবে নিয়োগ পেয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হন।
সূত্র: নয়াদিগন্ত ও আমাদেরসময়, ২৪ এপ্রিল ২০০৮।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।