সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
আমি তোমাদের কাছে এসেছি এক স্বপ্ন মাধুকর
পৃথিবীতে আমি এখনো একটি
প্রেমময ফুলেল শহরের স্বপ্ন দেখি,
দেখি অলিদের উড়াউড়ি
সেখানে মানুষে মানুষে অদম্য প্রেম।
আমার জন্য গোলাপ হাতে দাঁড়িযে আছে
এক ফুটন্ত কিশোরী
চোখে তার চাঁদোযাকোমল স্বপ্ন।
আমি তোমাদের কাছে এসেছি এক স্বপ্নমাধুকর
মানুষের হৃদয হতে স্বপ্ন সঞ্চয় করে
তুলে রাখি আমার ঝুলিতে।
পৃথিবীতে আমি এখনো একটি
পেমময নগরের স্বপ্ন দেখি
যেখানে আকাশের শাদা মেঘতুলোর মত নরোম
মানুষের মন
কলকল ছলছল হাসিতে উছলে পড়ে যুবতী বাতাস।
কিশোরীর কপোলে প্রথম চুমু খেলে
যে রক্ত রঙ্গিন স্বপ্ন তার চোখে ঢেউ খেলে
এমনই এক স্বপ্নের জন্যে আমি
তোমাদের কাছে এসেছি
এক স্বপ্নমাধুকর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।