আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যপ্রযুক্তি বাণিজ্যে দুই দেশের সহযোগিতা দরকার

বাংলাদেশ ও ভারত—তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর (আইসিটি) বাণিজ্যে এ দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপারে গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে জোর দেওয়া হয়েছে। ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইন্ডিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) দুই দেশের আইসিটিনির্ভর বাণিজ্য নিয়ে দিনব্যাপী সেমিনার, ম্যাচ মেকিং, মতবিনিময়সহ নানা আয়োজন করে।
সকালে এ আয়োজনের উদ্বোধন করেন আইসিটিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। সেমিনারে দুই দেশের আইসিটিনির্ভর বাণিজ্যের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু এ উদ্যোগগুলো বেশিদূর এগোয়নি কিংবা আলোর মুখ দেখেনি।

আশা করছি, এবার আর তেমন হবে না। এ জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ’
সেমিনারে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর বাণিজ্যে দুই দেশের সহযোগিতা বিশ্বের বৃহত্তর তথ্যপ্রযুক্তি বাজার ধরতে অনেক বেশি সহায়ক হবে বলে আমার মনে হয়। এ জন্য এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক প্রতিযোগিতাপূর্ণ না হয়ে বন্ধুত্বপূর্ণ হওয়াটা আমাদের কাম্য। ’
‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ: সম্ভাবনা ও বাধা’ শীর্ষক সেমিনার ও কারিগরি অধিবেশনে আরও বক্তৃতা করেন আইসিটিসচিব নজরুল ইসলাম খান, বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, সিরডাপের মহাপরিচালক সেসেপ এফেনদি, আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদসহ অনেকে।

স্বাগত বক্তৃতা করেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর।
সেমিনার শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। সম্মেলনে মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো জনশক্তি। আর এটি যাতে আরও ভালোভাবে কাজে লাগানো যায় সে জন্য সরকার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএসডিসি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

সেই সঙ্গে বিশ্বব্যাংকের সঙ্গে সাত কোটি ডলারের একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে ৩০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। ’
এ সময় আবদুল মাতলুব আহমাদ এবং ভারত ও বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —মোজাহিদুল ইসলাম।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.