নিজের মাটিকে ভালোবাসুন
ইউসেন্ড ইট ডট কম
বড় ফাইল নিয়ে পাঠানোর ঝামেলার জন্য অনেকেই বড় ফাইল পাঠাতে চান না। এর পেছনে কাজ করে স্বল্প ব্যান্ডউইথ, সঠিক ওয়েব সাইট এবং ফ্রি ইমেইল এ্যড্রেসের কিছু বাধ্যবাধকতা। কিন্তু এরও ফ্রি সমাধান আছে। (http://www.yousendit.com) ইউসেন্ডইট ডট কম নামের একটি ওয়েব সাইট যুক্তরাষ্ট্রে মারাত্মক জনপ্রিয়তা পেয়েছে এর গতিশীলতা, ফাইল প্যাকেজের স্থানান্তরকরণে নির্ভরতা এবং অবশ্যই বড় ফাইল পাঠানোর সুবিধার জন্য। এতে বিনামূল্যে ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল বা অন্য যে কোন এটাচমেন্ট সহজেই পাঠানো যায়।
স্বল্প ইন্টারনেটের গতিতেও এটি চমৎকার কাজ করে। এর নিজস্ব রেজিস্ট্রেশন পদ্ধতি আছে। এতে রেজিস্ট্রেশন করলে ওয়েবসাইটের বিভিন্ন ফ্রি সুবিধাগুলো উপভোগ করা যাবে। অবশ্য রেজিস্ট্রেশন না করেও ফাইল পাঠানো সম্ভব। তবে সেৰেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা কাজ করবে।
ইউসেন্ডইট ওয়েবসাইটটি ব্যবহারকারীর এটাচ করা ফাইল তার নিজস্ব সার্ভারে রেখে কাজ করে। যার ফলে ঐ ফাইল সংগ্রহের জন্য ব্যবহারকারীকে ইউসেন্ডইট ওয়েবসাইটে গিয়ে সংগ্রহ করে নিতে হয়। বিনামূল্যের ব্যবহারকারীদের ৰেত্রে ফাইল সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংগ্রহ করতে হয়। এরপর ঐ এটাচমেন্ট ফাইলটি সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
সূত্র: ইত্তেফাক 5 ডিসেম্বর 2006
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।