বিভিন্ন রকম বই পড়তে গিয়ে কিছু প্রশ্নের সম্মুখিন হলাম যার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এই যে, মহানবী (সা.) মৃত্যুর পর তাঁর জানাযা মুসলমানদের সুবিধা ও নামায পড়ার জন্য তিন দিন রাখা ছিল। কিন্ত প্রথম ও দ্বিতীয় খলিফা রাসুলের (সা.) জানাযার নামায পড়েন নি। যদিও তখন কার ও বর্তমান নিয়ম মাফিক কোন গণ্যমান্য ব্যক্তির জানাযার নামায পরবর্তি প্রধান ব্যক্তিই পড়িয়ে থাকে। কোন কারণে খলিফাদ্বয় রাসুল (সা.) এর জানাযার নামায পড়তে বিরত থাকেন। অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকবো। কারণ এ প্রশ্নের জবাব নিয়ে খুবই চিন্তায় আছি। এবং এক বন্ধুকে জবাবও দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।