আমাদের কথা খুঁজে নিন

   

আমি একজন হত দরিদ্র ওয়েব ডেভেলপার



আমি সামুতে এত বাজে শব্দ ব্যবহার করি নাই এর আগে, যা আজকে এসে গেল , রাজনীতিবিদরা কি সারাজীবন আমাদের চোখে ধুলা দিয়াই ফায়দা লুটবে, মাডাম হাসিনা তো খুব ডিজিটাল বাংলাদেশ এর স্লোগান দিয়া চলেছেন, কিন্তু ডিজিটাল প্রযুক্তি কি বা তথ্য প্রযুক্তি কি তা তিনি এবং তার মহান উপদেষ্টা মন্ডলী কতটুকু জানেন বা বোঝেন তাও এখন একটা জানার বিষয়, আমি একজন সামান্য ডেভেলপার, কিছু ওয়ব প্রোগ্রামিং করে নিজের পেটের ভাত জুটাই. আমি ছাত্রলীগ, শিবির , ছাত্রদল করি না , তাই টেন্ডার বাজি , চাদাবাজিও করতে পারব না. কাল যখন আমার ক্লায়েন্ট কাজ চাইবে তখন কি আমি বলব, আমার দেশ ফেসবুক চলে না,আপনি কাজ নিয়া অন্য দেখে চলে যান. তখন আমার পেট কি করে চলবে একটু বলবেন কি দয়া করে, ফেসবুক ব্যবহার করে আমি যে অপরাধ গুলা করেছি তা নিম্নরূপ : ১. ফেসবুক ডেভেলপার হিসাবে নিজের পেটের ভাত এর যোগান দিস্স্ছি ২. ফেসবুক এ আমি আমার হারানো স্কুল বন্ধু দের খুঁজে পেয়েছি ৩. আমি আমার ভালবাসার মানুষ কে খুঁজে পেয়েছি, যাকে কিনা ফেসেবুক ছাড়া কোনভাবেই পেতাম না . ৪. যেকোনো আলোচিত বিষয়ে গ্রুপ তৈরী করে, মানুষ এর সাথে মতামত কে শেয়ার করেছি ৫. নানা পেশার মানুষের সাথে সামাজিক সম্পর্ক তৈরী করেছি ৬. যেকোনো বিষয়ে মানুষের অনুভুতি জানতে পেরেছি এই ছিল আমার আর ফেস বুক এর অপরাধ, কালকে যখন জব চলে যাবে আমার মত আরো হাজার ডেভেলপার দের, তাদের নিয়া ভাবার সময়ে বোধ করি আমাদের প্রধানমন্ত্রী বা তার উপদেষ্টা মন্ডলীর নাই. জয় হোক ডিজিটাল বাংলাদেশের, ধংশ হোক মানুষের চিন্তা শক্তির.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.