আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাংটা সাইট চলে চটি চলে সব চলে ফেইসবুক কি করলো???বিটিআরসি ফেইসবুক ব্লক করছে ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার দায়ে !!!

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

মাঝে মাঝে ধৈর্য্য রাখাটা কষ্ট হয়ে যায় ।কি বলবো !!!!!!!আমি ফেইসবুকের জন্য মায়াকান্না কানতেছি এমন না কিন্তু বাংলাদেশের বিশাল সংখ্যক একটা গোষ্টি ফেইসবুক ব্যবহার করতো এবং এর কারনে অণেকেই ইন্টারনেট চালাতো কিন্তু কি এক ঠুনকা যুক্তিতে এটা বন্ধ করলো তা বুঝলাম না।এনটিভিতে দেখলাম যুক্তি দেখানো হয়েছে যে ধর্মীয় অনুভুতিতে আঘাত এনেছে ।খুব ভালো কথা কিন্তু এতে ফেইসবুকের দোষ কই ।আজকে নেটে শুধু ইসলাম লেখে সার্চ দিলে যা অবস্তা দেখা যায় তাতেতো আগে ইন্টারনেট বন্ধ করা উচিত ।হাজার হাজার সাইট আছে শূধূ ইসলামের বিরুদ্ধে লেখার জন্য কিন্তু কি এক যুক্তিতে বন্ধ করে দিলো ফেইসবুক বুঝলাম না। ফেইসবুক বন্ধ করে কিন্তু পনোর্গ্রাফি যা সমাজের মানুষের মুল্যবোধ নষ্ট করে দেয় তা বন্ধ করে না।কতবড় মুর্খ হলে এইরকম সিদ্ধান্ত নিতে পারে আল্লায় জানে। সবচেয়ে শংকার কথা হলো বাংলাদেশে একবার কিছু বন্ধ হলে তা খুলতে সময় লাঘে আল্লাহ জানে কবে ফেইসবুক খুলবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.