আমাদের কথা খুঁজে নিন

   

সরকার কে ল্যাংটা করে দিল জামাত

জীবন মানে এ গিয়ে চলো, ভাল থাকার প্রচেষ্টায় এগিয়ে যাই। জামাত এর ক্ষমতা কোন পর্যন্ত তার প্রমান পাইছে সরকার, জামাত-শিবির তথা নিজামিরা যে চাইলেই দেশ এর অচল অবস্থা করতে পারে তার কিছু নুমুনা সারা দেশবাসী দেখল। সরকার বসে বসে আঙ্গুল চুসে না ফিডআর খায় ? বি এন পি নেতা কর্মী দের জেলে ভরছে আর জামাত শিবির কে রাজপথ এর ভারা দিছে মনে হয়। বিএনপির লোকজন কে পুলিশ পিটায় আর পুলিশ কে পিটায় জামাত-শিবির। কি চমৎকার দেখা গেল বিএনপির সদস্য কে সংসদ ভবন এলাকায় পুলিশ দিয়া পিঁটায় এই সরকার, তাইলে এই সরকার এর পুলিশ কেমনে মাইর খায় জাশি এর পলাপাইন এর হাতে ? দেশ থেকে জাশি হটাইতে যদি নাই পারে তাইলেই সরকার এর ক্ষমতা কতদূর তা বুজবার কিছু বাকি নাই।

আর অন্য দল বি এন পি তো জামাত কে কোলে তুলে নিছে আমাদের এই সরকার এর কাপড় খুলে দিছে জাশি বাহিনী । এই সরকার পারে নাম পরিবর্তন করে দেশ এর টাকা নষ্ট করতে। আগামি নির্বাচন এ যারা তার নির্বাচন এর খরচ দিবে তাদের হাত লম্বা করতে । জনগণ এর টাকা শেয়ার মার্কেট থেকে তুলে নিতে। কুইক রেন্টাল বিদ্দুদ এর নামে তার বন্ধু দের পকেট ভারি করতে।

পদ্মা সেতু / জুদ্ধ অপরাধীর বিচার নামক ইস্যু / ডিজিটাল দেশ আই সব মিথ্যা বুলি শুনাইতে। হাসিনা বুর বেয়াই মানে পুতুল এর শ্বশুর কে রাজাকার না মুক্তিযোদ্ধা এটা সবাই জানে । এতই যদি জুদ্ধা অপরাধীর বিচার চান তাহলে আগা ওরে ফাসি দেন । বিনপি আর আওয়ামীলীগ দুইজন ই সমান কেউ কারও থেকে কম নয় দেশ এর কথা কেউ ভাবেনা ওরা (সরকার ) নিজের আখের গুছাইতেই বিজি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.