আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাংটা বাবা ...!



আগে জানতাম মানুষ উন্মাদ হলে নাকি কাপড় চোপড় ঠিক থাকে না, কিন্তু এটা কি! ৩৫ তলা আমার ঠিক নিচের তলায়। আমি সাধারন্ত আমার জানালায় দাঁড়ায় না, তবে কখনও কখনও থুতু ফেলতে দাঁড়ায়, একদিন হটাত লক্ষ্য করলাম ৩৫ তলায় একটা ফ্লাটে একাজন লোক ন্যাংটা হয়ে ঘুরাফেরা করছে। ভাবলাম একজন তার ঘরের মধ্যে যা খুশি তাই করতে পারে, এটা তার নিজেশ্য ব্যপার, কিন্তু প্রাইভেসী রক্ষা করে করবে সেটাই সাভাবিক। আবার ভাবলাম লোকটা হয়ত খেয়াল করেনি যে তার জানালার পরদা ঠিক নেই, যে কেউ তাকে এই অবস্থায় খেয়াল করতে পারে। যাইহোক আমি নিজের জানালা থেকে সরে এলাম।

কিন্তু এ কি! আমি যখনি জানালাই দাড়ায় তখনি লোকটাকে ন্যংটাই দেখতে পাই এবং তার রুমে একজন মহিলাকেও দেখতে পাই অথচ তার জানালার পরদা সবসময় সরানো থাকে। মহিলাটি সম্ভাবত তার স্ত্রী হবে। মহিলাটি অবশ্য কখনও লোকটার মত অবস্থায় থাকে না। এটা অবশ্য আরো ১০ টা ফ্লাট থেকে পরিষ্কার চোখে পড়ার কথা। কিন্তু আমি এতদিনে জেনেছি ফিলিপিনোরা কখনোই এমন না।

তারা যথেষ্ট রুচিশীল এবং অন্নান্য ফ্লাট গুলোয় পরদার সঠিক ব্যবহার রয়েছে, তাছারা আমার চোখে কখনো কোথাও কোন আশালীন কিছু চোখে পড়েনি। তাহলে লোকটা কি ফিলিপিণো না! নাকি মাথার সমস্যা! কিন্তু আমার তো তাকে সুস্থ ও ফিলিপিণো বলে মনে হয়েছে। একদিন ভাবলাম ক্যমেরা দিয়ে তার ছবি তুলে ইউচুব এ দিয়ে দেয়, পাবলিক দেখুক, কিন্তু সেটাতো আবার বাড়াবাড়ি রকমের প্রাইভেসী লঙ্ঘন। কিন্তু যে নিজেই নিজের প্রাইভেসীর লক খুলে রাখে তার প্রাইভেসী কে বাচাবে! সে ক্ষেত্রে নিজেরে চোখ সরিরে নেওয়া ছাড়া আর উপায় কি আছে বলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.