আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রসঙ্গীত

আমি স্বপ্ন দেখব বলে দুচোখ পেতেছি--- আজি বৃষ্টির দিনে বসে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতেছি। তিনটি রবীন্দ্রসঙ্গীত সাথে একটি ছবি দিলাম ইচ্ছে হলে শুনতে পারেন। ১। আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥ এই চঞ্চল সজল পবন-বেগে উদ্‌ভ্রান্ত মেঘে মন চায় মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে॥ মেঘমল্লার সারা দিনমান। বাজে ঝরনার গান।

মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা-- মন চায় মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে॥ ২। । 'কিছু বলব ব'লে এসেছিলেম, রইনু চেয়ে না ব'লে॥ দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো আপন-মনে, গাও গুন্‌-গুন্‌ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে॥ সারা আকাশ তোমার দিকে চেয়ে ছিল অনিমিখে। মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে, বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে॥ ৩। ।

আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি, স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি॥ আজি কোন্‌ ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি, মনে হয় বুঝি আসিছে সে মোর দুখরজনীর সাথি॥ আসিছে সে ধারাজলে সুর লাগায়ে, নীপবনে পুলক জাগায়ে। যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে ধুলি-'পরে রাখিব রে মিলন-আসনখানি পাতি॥ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.