সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।
ঘরের মানুষকে ঘরের রূপেই দেখতে ভালো লাগে। ঘরের সাজে সাজলেই যেন অনেক বেশি আপন মনে হয়। তবু তাকেই যখন বাইরে দেখি বাইরের রূপে অন্য সাজে তখন সেই চেনাকেই যেন অচেনা কায়ায় নতুন করে পাওয়ার ইচ্ছা জাগে। “তোমায় নতুন করে পাব বলে হারাই বারে বার।
’
রবীন্দ্রসংগীত আমরা আমাদের প্রিয় বাংলাভাষায় শুনেছি। হঠাৎ করে হিন্দিতে রবীন্দ্রসংগীত শুনে চমক লাগলো মনে। এই কি আমার সে ! চমকের ঘোর কাটতে দেখলাম সে-ই তো। তিনিই। আবার নতুন করে তাঁর প্রেমে।
বিভিন্ন ভাষার রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ শুরু হয়েছে শুনেছি। তবে আমার হাত এসে পৌঁচৈছে হিন্দিতে অনুদিত কিছু রবীন্দ্রসঙ্গীত। সেগুলিই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় ৮০ টির কাছাকাছি রবীন্দ্রসঙ্গীত। তবে অনেক গান রিপিট আছে।
তার কারণ হিন্দিতে তার ভাষা ভিন্ন ফর্ম্যাটে আছে। আবার কখনো ভিন্ন শিল্পীর গলাতে আছে।
তবে একটা জিনিস আমার মনে হয় একটা গানের এতগুলো অনুবাদ না করে যদি নিজেদের মধ্যে আলোচনা করে অনুবাদকরা বা সিলেক্টররা যদি সর্বোত্তমটা বেছে নিতেন তবে মনে হয় ভালো হত। জানিনা আপনারা আমার সাথে একমত হবেন কিনা।
যাইহোক আমি সব ভার্সনগুলোই আপলোড করলাম।
আপনার শুনে দেখবেন কোনটা ভালো লাগলো। আমি রিপিট গানগুলো আন্ডারলাইন করে দিয়েছি।
আরো দুটি বিষয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি-
১। আমি হিন্দিতে একদমই অন্ধ। তাই অনেক গানেরই প্রথম লাইন যেটা লিখেছি সেগুলোর উচ্চারণ যথাযথ হয় নি।
২। সব রবীন্দ্রসঙ্গীতগুলো আমার শোনা নয়। তাই সবগুলোর বাংলা দেওয়া সম্ভব হয়নি। আপনারা সাহায্য করলে আমি এগুলো আপডেট করে দেব।
যে গানগুলো আপলোড করেছি সেগুলোর লিস্ট দিলাম।
এই অনুযায়ীই আপলোড করেছি পার্টে পার্টে যাতে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হয়।
Hindi Rabindra Sangeet 001
০১. আমারে ওয়াদো কে ( আমার পরাণ যাহা চায়)
০২.আজ জাগতেহে হাম তুমহারে লিয়ে (আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে)
০৩.আগর দিলকে শুনো হায় ( তোরা যে যা বলিস ভাই)
০৪.দিন ঢলতে ঢলতে যানে (দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা)
০৫.কোইতো বাত আভি রুকি রুকি (ভেঙে মোর ঘরের চাবি)
০৬.মেরে দিলসে গয়ে সারি উদাসি ( মোর বীণা ওঠে কোন সুরে বাজি)
০৭.মেরে মনমে ধড়কনমে কোই নাচে তা তা থৈ থৈ (মম চিত্তে নিতি
নৃত্যে)
০৮.ও মেরে দেশ কি মাটি ( ও আমার দেশের মাটি)
০৯.পায়েল বাজি যায় রিনি রিনি
১০.তুমহে জানু ম্যায় জানু জরাসা ও পরদেশি ( আমি চিনিগো চিনি তোমারে ওগো বিদেশিনী)
Hindi Rabindra Sangeet 2
১১.আজ চাঁদনি রাতে (আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে)
১২.আজ রিমঝিম মুখরিত বাদরি দিন (আজি ঝরঝর মুখর বাদর দিনে)
১৩.আজ রিমঝিম মুখরিত বাদরি দিন
১৪.আঁখো কি জ্যোতি সে দেখা আবতক আঁখো কে বাহার হি (চোখের আলোয় দেখেছিলেম)
১৫.আনন্দধারা বহিয়ে ভুবনমে
১৬.আনন্দধারা বহেতি জগমে
১৭.আনন্দধারা বহেরে জগমে
১৮.অগ্নি-পরশমনি ছুঁয়াও প্রাণসে
১৯.অগ্নিকি পরশমনিসে ছুঁলো প্রাণ
২০.অরে ভুবন মনমোহিনী
২১.বিতে হুয়ে দিনকি ইয়াদে (পুরানো সেই দিনের কথা) (৬৮)
২২.ভরা আশমান সূর্য চন্দ্রমা (আকাশ ভরা সূর্যতারা)
২৩.ভুলো না সংকোচ (সংকোচের বিহ্বলতা )
২৪.চাঁদকি হাসি বাঁধ টুটেরে
২৫.ছোটি ছোটি এ বাতে জরা জরা সি ছুঁওন (একটুকু ছোঁওয়া লাগে)
২৬.ছোটি ছোটি এ বাতে জরা জরা সি ছুঁওন
Hindi Rabindra Sangeet 3
২৭.দেখো দেখো দেখো শুকতারা নয়ন খোলে
২৮.ধারামে প্রকাশকি ধবল হো ( আলোকের এই ঝর্ণা ধারায়)
২৯. ধ্বনিত আহ্বান গহন সুমধুর
৩০.ধ্বনিত আবাহন গহন মধুরম
৩১.ধ্বনিত আহ্বান গহন সুমধুর
৩২.দো নো কি নয়ন মিলে
৩৩.ঘুঙ্ঘট ওড়ে
৩৪. হামারি যাত্রা হুয়ি শুরু
৩৫.জাগ বিতাই ম্যায়নে বিভাবরী (জাগরণে যায় বিভাবরী)
৩৬.জীবন মরণকি সীমা (জীবন মরণের)
৩৭.ঝঞ্ঝা বাতকি জিস রাত টুটে দ্বার মেরে ( যে রাতে মোর দুয়ার গুলি)
৩৮.ঝুম ঝুম ফুল ফুল পে (ফুলে ফুলে ঢলে ঢলে)
৩৯.৩৮.ঝুম ঝুম ফুল ফুল পে
৪০.জীবন মরণকি সীমা
৪১.জীবন যব শুখ যায় ( জীবন যখন শুকায়ে যায়)
Hindi Rabindra Sangeet 4
৪২.ক্যায়সা লাবন্যময় হে প্রাণ (একি লাবন্যে পূর্ণ প্রাণ)
৪৩.কিউ ভিজোয়ে না নয়নোকে নীর সে শুখি ধূলিকণা (কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না)
৪৪.ক্লান্তি মেরে ক্ষমা করো প্রভু (ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু)
৪৫.করি তেরি বাণি নেহি হে প্রিয় বন্ধু হে (শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়)
৪৬.ক্যায়া গায়ু ম্যায় ক্যায়া শুনায়ু (কী গাব আমি কী শুনাব আজি আনন্দধামে)
৪৭.ম্যায় চিনুরে চিনু তুমহে আরে বিদেশিনী ( আমি চিনিগো চিনি তোমারে ওগো বিদেশিনী)
৪৮.ম্যায়তো জানুরে পহেচানু তুমকো ওরে বিদেশিনী ( আমি চিনিগি চিনি তোমারে ওগো বিদেশিনী)
৪৯.মন কহে হাঁ , নয়না না ( মন চায় ,চক্ষু না চায়)
৫০.ম্যায়নে পায়া সঙ্গ তেরা ( এই লভিনু সঙ্গ তব)
৫১.মেরা দিন ঢল যায়ে সাঁঝ আয়ে ( আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে)
৫২.মেরা হৃদয় তুম আপনি হাথোনে ( আমার হৃদয় তোমার আপন হাতের দোলে)
৫৩.মেরা প্রকাশ প্রকাশ মেরা জগ প্রকাশ ভরা ( আলো আমার আলো ওগো ??????)
৫৪.মেরি ব্যথা তেরে দ্বারপে মুঝে লে আয়ে
৫৫.মেরে চিতমে নিতি নিতি নৃত্যে কোই নাচে (মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে)
৫৬.মেরে চিতমে নিতি নিতি নৃত্যে কোই নাচে
৫৭.মেরে সব দুখ দীপ জ্বালাকর কর দুঙ্গা (আমার সকল দুখের প্রদীপ জ্বেলে করব নিবেদন)
Hindi Rabindra Sangeet 5
৫৮.নেহি কর ভয় জয় হোগা জয় ( নাই নাই ভয় হবে হবে জয়)
৫৯.নেহি নেহি ভয় ,তেরি হি বিজয় ( নাই নাই ভয় হবে হবে জয়)
৬০. ও মেরে দেশ কি মাটি ( ওআমার দেশের মাটি)
৬১. ও মেরে দেশ কি মাটি ( ওআমার দেশের মাটি)
৬২.হো তুম জানি পহেচানি মেরি ওহো বিদেশিনী ( আমি চিনিগি চিনি তোমারে ওগো বিদেশিনী)
৬৩.ও হো নদীয়া কি বেগধার, মতবালি চাল (ওগো নদী আপন বেগে পাগলপারা)
৬৪.ও হো নদীয়া কি বেগধার, মতবালি চাল (ওগো নদী আপন বেগে পাগলপারা)
৬৫.পাগলি হাওয়া বদরা দিন পাগল মেরা জাগেরে ( পাগলা হাওয়ার বাদলদিনে)
৬৬.প্রথম যুগকো উদয়কি দিশা মে
৬৭.পূন্য তীর্থমে এ চিত্ত হে ধীর জাগরে (হে মোর চিত্ত পূন্য তীর্থে জাগোরে ধীরে)
৬৮.পুরানি বে দিন ও বাত ভুলেঙ্গে ক্যায়া ( পুরানো সেই দিনের কথা) (২১ )
৬৯.সংসার হরে যব মেরা
৭০.শরণ মুঝে দে চরনমে তেরে (চরণ ধরিতে দিও গো আমারে)
৭১.সুরকে গুরু
Hindi Rabindra Sangeet 6
৭২.তেরে আওয়াজ পে কোই না আয়ে তো চল একেলা রে ( যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে)
৭৩.তেরে আওয়াজ পে কোই না আয়ে তো চল একেলা রে ( যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে)
৭৪.তুম ক্যায়সে অ্যায়সা গীত গাতে চলতে ( তুমি কেমন করে গান কর হে গুণী)
৭৫.তুম ক্যায়সে সুরমে গা রহে হে গুণী ( তুমি কেমন করে গান কর হে গুণী)
৭৬.তুম ক্যায়সে অ্যায়সা গীত গাতে চলতে ( তুমি কেমন করে গান কর হে গুণী)
৭৫.তুমহে শুনায়েথে ম্যায়নে যো ভি গান ( আমি তোমায় যত শুনিয়েছিলেম গান)
৭৬.তুনে জাগায়া ইস সুবাহে মুঝে ( তুমি ডাক দিয়েছ কোন সকালে )
৭৭.উমঙ্গমে ডুবো ডালে মন
৭৮.ও দিন সুহানা ফুল ডো বান্ধে ঝুলেথে হাম বনমে ঝুলনা (সে দিন দুজনে দুলেছিনু বনে)
৭৯.ও দিন সুহানা ফুল ডো বান্ধে ঝুলেথে হাম বনমে ঝুলনা (সে দিন দুজনে দুলেছিনু বনে)
৮০.ইয়ে মণিমালা মুঝে নেহি সাজে ( এ মণিহার আমায় নাহি সাজে)
ডাউনলোড করুন এখান থেকে
১। Hindi Rabindra Sangeet 001
২। Hindi Rabindra Sangeet 2
৩। Hindi Rabindra Sangeet 3
৪।
Hindi Rabindra Sangeet 4
৫। Hindi Rabindra Sangeet 5
৬। Hindi Rabindra Sangeet 6
***************************************************
***************************************************
হয়তো আপনার ভালো লাগতে পারে
১। সমস্ত রবীন্দ্রসঙ্গীত ডাউনলোড করুন গীতবিতানের মতো করে বর্ণানুক্রমিক ভাবে : পর্ব -১ -- "A"
২। একটু একটু অন্যরকম ডাউনলোড: পর্ব ০১ : গানপাগলদের জন্য : নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-১ )
৩।
একটু অন্যরকম ডাউনলোড : পর্ব ০২ : গানপাগলদের জন্য : নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-২ )
৪। একটু একটু অন্যরকম ডাউনলোড ডাউনলোড : পর্ব ০৩ : গানপাগলদের জন্য : “ ছুপকে ছুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হে। ” – গজলটি শুনুন বিভিন্ন বিখ্যাত শিল্পীর গলায় বিভিন্ন স্টাইলে।
৫। গানপাগলদের জন্য ****** লোকগীতি স্পেশাল******* হিন্দিগানের কথা-সুর-ভাবের সঙ্গে মিলিয়ে বাংলা লোকগীতি শুনুন।
***************************************************
***************************************************
সবাই ভালো থাকবেন।
রাগে থাকুন, রাগিয়ে রাখুন।
রঙে থাকুন, রাঙিয়ে রাখুন।
***************************************************
আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com
ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।