মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
পরবাসী, চলে এসো ঘরে
অনুকূল সমীরণ-ভরে।।
ওই দেখো কতবার হল খেয়া-পারাবার,
সারিগান উঠিল অম্বরে।।
আকাশে আকাশে আয়োজন,
বাতাসে বাতাসে আমন্ত্রণ।।
মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহছাড়া
নির্বাসিত বাহিরে অন্তরে।।
কৃতজ্ঞতাঃ জলরংপাখি (গানটা আপলোড করাবার জন্য)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।