আমাদের কথা খুঁজে নিন

   

জেএমবির প্রধান সাইদুর একসময় জামায়াত করতেন, দলটিরই স্বীকারোক্তি

তাশফী মাহমুদ

জামায়াতে ইসলামী আজ শুক্রবার স্বীকার করেছে যে জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান একসময় জামায়াত করতেন। তবে তারা দাবি করেছে, একুশ বছর আগে ১৯৮৯ সালে সাইদুর রহমানকে নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে তাঁর সঙ্গে জামায়াতের দূরতম কোনো সম্পর্কও নেই। ডিবি পুলিশের বরাত দিয়ে জেএমবির প্রধানের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে কয়েকটি সংবাদপত্রে আজ শুক্রবার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তার প্রতিক্রিয়ায় জামায়াত এ কথা বলেছে। জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম এক বিবৃতিতে এ কথা বলেন।

তাসনীম আলম বলেন, পুলিশের হেফাজতে থাকাকালে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় দেওয়া কোনো ব্যক্তির জবানবন্দি বাইরে প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক কাজ। কোনো পুলিশ কর্মকর্তা তাঁদের হেফাজতে থাকা কোনো ব্যক্তির জবানবন্দি বাইরে প্রকাশ করার মতো বেআইনি ও অনৈতিক কাজ করতে পারেন না। কাজেই ডিবি পুলিশের বরাত দিয়ে পুলিশের হেফাজতে থাকা মাওলানা সাইদুর রহমানের কথিত জবানবন্দির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে কয়েকটি সংবাদপত্র যে তথ্য ও সংবাদ প্রচার করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে দাবি করা হয়, মাওলানা সাইদুর রহমানের সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সম্পর্ক থাকার কথা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, শায়খ আবদুর রহমান ও ছিদ্দিকুর ইসলাম বাংলা ভাইয়ের সঙ্গেও জামায়াতের কোনো নেতার সম্পর্ক ছিল না।

বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ মহল ও তাদের সমর্থক কিছু মিডিয়া ও সংবাদপত্র জামায়াতের সঙ্গে জঙ্গিদের জড়িয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। প্রকৃত অপরাধীদের আড়াল করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.