আমাদের এই ঢাকা শহরে নিরাপদ সড়ক চাওয়া যেন অপরাধ
বাবা মায়ের স্বপ্ন পুড়নের আশা নিয়ে অনেকের মতো ঢাকা আসে সম্রাট। কতো স্বপ্ন ছিল তার মনে । দেশের মেধাবী মুখ এখনো বিশ্ববিদালয়ের ব্যস্ততা বুজা হ্য় নি । কিন্তু ঘাতক বাসের চাকা সব শেষ করে দিল ।
গতকাল বুয়েটের প্রথম বর্ষের ছাত্র সম্রাট আজিম্পুর বাস স্টেন্ডে বেপরোয়া বাস চালকের হাটে প্রান হারাল।
ঘটনা সবার জানা কিন্তু আমাদের ভাই হারানোর প্রতিবাদের বেপারে অনেকের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখলাম। ব্লগ লেখার আগে কোন চেষ্টা করিনি কিন্তু আবার লিখতে বাধ্য হলাম।
আমাদের সবার একটা ধারনা বাস ভাংচুর এবং ধংস্বযজ্ঞ চলান কোনভাবেই মানা যায় না । নিরব প্রতিবাদ ই সবার প্রিয় । ঘটনার বিবরণ সবার জানা এবং তা মর্মান্তিক ।
কিন্তু আমাদের ছোট ভাই এর মৃত্যু হয় নি হত্যা হয়েছে। ঘাতক উইনার এর এক পশু বাস চালক। প্রথমে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে তারপর তার মাথার উপর দিয়ে চলে গেছে সেই জানোয়ার।
আমরা রাস্তায় নামি এই নিষ্ঠুরতার বিচার চাইতে। বাস চালক নেই আছে শুধু সেই বাসটা ।
সেটা ভাংচুর করে আগুন দেয়া হয়। সবাই কষ্টে কাতর কিন্তু তাই বলে আমরা উন্মাদ না । আমরা দৃঢ় প্রতিজ্ঞ উইনার কে এই হত্যার জবাব দিতে হবে। মিডিয়ায় ভুল খবরের ছড়াছড়ি। ত্রিশটি যানবাহন ভাংচুর নিতান্তই আবান্তর ।
রাস্তায় কোন প্রাইভেট কার টেক্সিক্যাব বা অন্য কোন কিছুর ক্ষতি করা হয়নি । আমরা রাস্তা অবরোধ করেছি পুলিশ ও প্রশাসন কে জানাতে আমাদের দাবির বেপারে আমরা শক্ত অবস্থানে ।
ঘাতক ড্রাইভার কে এবং উইনার কে আমরা বিচারের মুখমুখি করতে চাই ।
আমরা ভারি যানবাহন বিশ্ববিশ্ববিদ্যালয় কাম্পাস থেকে বহিষ্কার করতে চাই।
আমরা জীবনের নিরাপত্তা চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।