আমাদের কথা খুঁজে নিন

   

তাহাদের সুগন্ধি যৌবনে

আমার প্রেম পুড়ে যায়-ভেতরে আগুন, সুগন্ধি তোর চুলে, আমি ভাবছি শুধুই-কাঁদছি এখন- জ্বর এসেছে ভুলে। ফাল্গুনে তোর আগুন ছিলো, আমার তখন- যুদ্ধে নামার বয়স হলো, গাও ঝেড়ে তাই দিলাম জোরে লাফ, বান ভাসানি জোয়ারে সেই- আমার যৌবন হলো সাফ। তোর সমুদ্রটা এতই গভীর, পান করেছি দুধেল পনীর, ভাঙা রাতে আমিই শুধু রাজা- জোছনা ছেড়ে ভোর এসেছে, রাতের মধু গুড় হয়েছে, তাতেই আমার সাজা। আমি দেখতে নারি- সইতে পারি শুধু তোরই আমি প্রজা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।