রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
১.
একটি বড় এনজিও সহযোগি প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তি কোম্পানি। লিয়াজোঁ অফিসার হিসেবে মোটা বেতনে নিয়োগ দেওয়া হলো একজন অবসরপ্রাপ্ত মেজরকে। জনাব মেজর অবসর নেওয়ার পর মাইনর হয়ে পড়েছিলেন। ইউএন মিশনের সুবাদে জমানো টাকা ছিল।
একটি চাকরি নিয়েছিলেন ঢাকার বাইরে। ঢাকায় আসতে না পেরে চাকরি ছেড়ে দিয়ে বছর খানের বেকার ছিলেন। এখন চাকরির বাজার রমরমা। অনেকগুলো অফার। শেষ পর্যন্ত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ দিলেন।
২.
একটি গ্রুপ অব কোম্পানিজ। নানা সমস্যায় ছিলো তারা। প্রতিনিয়ত ডাকাডাকি। শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হলো একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারকে। মোটা বেতন।
কাজ একই ধরণের। যোগাযোগ রাখা।
৩.
তিনি একজন মেজর জেনারেল। চাচাছোলা কথা বার্তার জন্য বিখ্যাত। অনেকদিন ধরে অবসরপ্রাপ্ত।
কোনো অবস্থাতেই চাকরির বয়স নেই। প্রায় ৮ বছর পর তিনিও এখন মোটা বেতনে চাকরি পেয়েছেন।
৪.
বাংলাদেশে বেকারত্বের হার ও পরিমান কতো তার সঠিক বা বিশ্বাসযোগ্য কোনো হিসেব নেই। সরকারি তথ্যে বেকারত্বের হার মাত্র ২.১ শতাংশ। তবে আন্ডারএপ্লয়মেন্ট বা আধাবেকারের হার ২৪.৫%।
৫.
আইএমএফ গত এপ্রিলেই রিপোর্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। গত প্রায় ১ বছর ৪ মাসে নতুন করে কত লোক চাকরি হারিয়েছে তার কোনো হিসেব নেই। ধারণা করা হয় সে সংখ্যা অনেক বেশি। আর যাদের চাকরি আছে তাদের প্রকৃত আয়ও কমে গেছে।
৬.
২০০৭ সালে পাট খাত থেকেই চাকরি হারিয়েছে ১৪ হাজার।
সিএসবি বন্ধ হয়ে গেছে। এরকম আরো অনেক ছোট বড় প্রতিষ্ঠান লোকবল কমিয়ে ফেলেছে। অর্থনীতির গতি না বাড়লে বেকারত্ব বাড়বে সেটাই স্বাভাবিক। তত্ব অনুযায়ী কিছু মূল্যস্ফীতি হলে চাহিদা থাকায় উৎপাদন বাড়ে এবং তাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়। অর্থনীতিবিদরা মনে করেন কিছু মূল্যস্ফীতি থাকা অর্থনীতির জন্য ভাল।
তবে উচ্চ মূল্যস্ফীতি অথচ কর্মসংস্থান কমেছে এমন পরিস্থিতিকে বলে স্ট্যাগফ্লেশন বা বদ্ধাবস্থা। বাংলাদেশে এখন সেটাই চলছে।
৭.
একমাত্র ব্যতিক্রম অবরা। অবসরপ্রাপ্ত যে যেখানে আছে তার জন্য চাকরি এখন পাকা। হিসেব নিয়ে দেখতে পারেন বড় বড় প্রায় সব প্রতিষ্ঠানেই এখন এক বা একাধিক অব আছেন।
অব কিন্তু চাকরি নেই পাবেন না। বিশেষ করে গত একবছরে তাদের কপাল অনেক খুলে গেছে। আর যারা চাকরিতে আছেন দেশ রা(!) করার কাজ হিসেবে প্রতিদিন ভাতা পাচ্ছেন । মিশন তো আছেই।
আহা কী সুখের জীবন...............
ছবি: ১৯৩০ এর মহামন্দার সময় যুক্তরাষ্ট্রে লঙ্গরখানা খোলা হয়েছিল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।