আমাদের কথা খুঁজে নিন

   

তাহাদের শেষ সংলাপ ২

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত

পৃথিবীতে একমাত্র অবধারিত সত্য হলো মৃত্যু। কখনো কি আমরা ভাবতে পেরেছি ঠিক যখন মৃত্যু দাঁড়িয়ে থাকবে কি বলবো আমরা, কি ই বা করবো। আরও কিছু ব্যক্তির কথা জানা যাক যারা মৃত্যুর সময় পরিচয় দিয়েছেন রসবোধের। ১. বন্ধুগণ হাততালি দাও, কমেডি সমাপ্ত। - লুডভিগ ভন বেঠোভেন, জার্মান সুরকার ২. মৃত্যু? বন্ধুগণ, আমি তাহলে না বলবো।

কোন বেরিমোরই এমন সনাতন ঘটনা নিজের ক্ষেত্রে মেনে নেবে না। - জন বেরিমোর, অভিনেতা ৩. ওহ, আমি নিশ্চই মারা যাচ্ছি না, যাচ্ছি কি? তিনি নিশ্চয়ই আমাদের আলাদা করবেন না, আমরা এতো সুখী। -শার্লট ব্রন্টি, লেখিকা [তার স্বামীকে বলেন। ] ৪. এখন আমার ঘুমাতে যাওয়া উচিত। শুভ রাত্রি।

- বায়রন, ইংরেজ কবি ৫. তুমিও, ব্র“টাস! - জুলিয়াস সিজার, রোমান সম্রাট ৬. আমি মারা যাচ্ছি। অনেক ক্ষন হলো আমি শ্যাম্পেন পান করি না। -আন্তন চেখভ, রুশ লেখক ৭. শুভ রাত্রি প্রিয়তমা। কাল তোমার সাথে আবার দেখা হবে। - নিওল কাওয়ার্ড, মার্কিন নাট্যকার ৮. আমি মৃত্যু নিয়ে একটুও ভীত নই।

- চার্লস ডারউইন, বিবর্তনবাদের প্রবক্তা ৯. বিদায় বন্ধুগণ! আমি গৌরবের দিকে যাচ্ছি। - ইসাডোরা ডানকান, ফরাসী নৃত্যশিল্পী ১০. আমি জানি তোমাকে আমাকে মারতে এসেছো। গুলি করো কাপুরুষ, তুমি স্রেফ একটা ব্যক্তিকে হত্যা করতে পারবে। - চে গুয়েভারা, কিউবান বিপ্লবী [আতাতায়ী মারিও তেরানকে] ১১. ঈশ্বর আমাকে ক্ষমা করবেন, ওটাই তার কাজের ধরণ। - হানরিশ হাই, কবি ১২. বাতিগুলো জ্বালাও, আমি অন্ধকারে বাড়ি যেতে চাই না।

- ও’ হেনরি, লেখক ১৩. আমি কালো আলো দেখছি। - ভিক্টর হুগো, ফরাসী লেখক ১৪. ওহ, কেঁদো না, শিশুরা লক্ষ¥ী হয়ে থেকো। আমরা আবার স্বর্গে মিলিত হবো। - এন্ড্রূ জ্যাকসন, মার্কিন প্রেসিডেন্ট ১৫. পিতা, তোমার হাতে আমার আত্মাকে তুলে দিলাম। - যিশু খ্রিস্ট ১৬. তোমরা কাঁদছো কেন? তোমরা কি ভেবেছিলে আমি অমর! - চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা।

১৭. একজন রাজার দাঁড়িয়ে মরা উচিত। -অস্টাদশ লুই, ফ্রান্সের রাজা। ১৮. আমি রাণী, কিন্তু নিজের হাতটা নাড়ানোর ক্ষমতাও আমার নেই! - লুইসে, প্র“সিয়ার রাণী। ১৯. আমি জানতাম, আমি জানতাম। হোটেলের ঘরে জšে§ছিলাম, শালার হোটেলের ঘরেই আমার মৃত্যু হবে।

- ইউজিন ও নীল, মার্কিন নাট্যকার ২০. আমি তৈরি । -উড্র উইলসন, মার্কিন প্রেসিডেন্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।