আমাদের কথা খুঁজে নিন

   

চারপাশের হালচাল .।.।.।

খুব confusion............ একটা সময় ছিল সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিছবি অলিতে গলিতে পাউয়া যেত। একবিংশ শতাব্দীতে এসে তার আমূল পরিবর্তন ঘটেছে। আজ মোড়ে গিয়ে তারই কিছু প্রতিফলন দেখলাম। কয়েক্তি ব্যানার প্লাকোডে চোখ আটকে গেল। দুঃখ হল ব্যাথিত হলাম নিরাশ হলাম দুমড়ে মুষড়ে গেলাম।

কপাল ভালো উচ্চবিত্ত কোন পরিবারে আমার জন্ম হয় নি। তাইতো নিয়তির অমোঘ সত্য আজ আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না। একটি সাইবারশট অথবা ভিজিএ ক্যামেরা মোবাইল থাকলে কিছু নতুন পুরাতন ছবি আজ আপনাদের দোড়গোঁড়ায় পৌঁছে দিতে পারতাম। আপসোস পারিনি। এই একই ব্যানার বছর কয়েক আগেও এই একই মোড়ে শোভা পেত! তবে সেখানে লেখা থাক্ত একে ধরিয়ে দিন।

আজ তারই ছবির নিচে প্রচারে নিরীহ এলাকাবাসী। হায়রে নিরীহ জাত! বড়ই বিচিত্র এ দেশ! আমরা নিয়মিত আড্ডার মঞ্ছ কাঁপাই, গোল টেবিল বৈঠক করে মুখে ফেনা তুলি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর হয়ে। কিন্তু একবার ও কি ভেবে দেখি কাদের পক্ষে সাফাই গাইছি?? এরাই কিছু দিন পর পবিত্র জাতীয় সংসদকে কলঙ্কিত করবে। আপসোস হয় কর্তা স্থানীয়রা দেখে ও না দেখার ভান করে এদের প্রতি কঠোর না হয়ে নমনীয় আর পৃষ্ঠপোষকতা করে থাকেন। দুই দিন আগে যে কোন এক শিক্ষকের গায়ে হাত তুল্য সেই এখন বড় নেতা!! যে অপ্রাপ্ত বয়স হতেই দু-চারটি খুনের আসামী সে ও একই কাতারে!! বি এম এ নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে সরকার সমর্থিত প্যানেল।

চট্টগ্রামে ব্যালট বক্স ছিনতাইয়ে সাধারন চিকিৎসকরা পরাজিত হল সরকার সমর্থকের কাছে। এগুলা কিসের আলামত?? শুনছি জাতীয় নির্বাচনে না ভোট অপশনটি ও বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আমার মত ভোটারদের কি হবে??? আমি কল্পনা বিলাসী কল্পনার রাজ্যে আরোহণ করে স্বপ্ন দেখি একটি সুখি সমৃদ্ধ রাজনৈতিক অস্থিরতা হানাহানি মুক্ত একটি গণতান্ত্রিক দেশের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.