বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
একটা নেকড়ে কামড়ে ধরেছে একটা হায়েনার ঘাড়!একটা ইদুর টেনে ধরেছে ককুরগুলোর লেজ।এদিকে কুকুরের হৃদপিন্ড ঠুকরে খায় একটা শকুনী!মাঝে সাপ,তার আগুনভরা দুটো মুখ!কিছু নপুংসক মানুষ এই খেলা দেখে তৃপ্তি পাচ্ছে গভীর!সব পক্ষেই তাদের অসহায় দৃষ্টি!এক বুদ্ধিপ্রতিবন্ধী কাক মাথা নাড়ছে বিজ্ঞের ভান করে!
এই আড়ালে সুযোগসন্ধানীদের তোলপার তুঙ্গে!অতীতের দুষ্কৃতগুলো বেমালুম গলধঃকরণ করে বক্তৃতায় মুখর এখন জনতার সামনে!নপুংসকগুলো জনপ্রিয়তার মোহে দুপক্ষেই কাত করে তাদের সরল ঘাড়!নির্বোধ গুপ্তচর বিনম্র বদনে ঢাকবার চেষ্টায় অতীতের পাপ!তবু ধরা পরে গেছে বুদ্ধিপ্রতিবন্ধী বিশ্লেষক বিবেকের কাছে!
অন্ধকারের টানে সবাই করছে লড়াই জন্তু হয়ে!নীল আকাশে রূপোলী তারা তাদের চোখে ঠুলি পরায়!আলো দেখার স্বপ্নে বিভোর অবিশ্বস্ত লোভী পশু!
চারপাশের এসব দেখছি কেবল অনেক দূরে অন্ধ সেজে!
এত দুঃখ কোথায় রাখি????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।