www.cameraman-blog.com/
অনেকদিন হয়ে গেলো গ্রামীণ ফোন তাদের লোগো পরিবর্তন করেছে। আগে ছিল বাংলাদেশের পতাকার লাল-সবুজ রং, মানুষের মূখ আর মোবাইলের ছবি। বেশ মানবিক একটা অনুভূতি হতো মনে। এটা তারা পরিবর্তন করেছে। এনেছে নরওয়ের পতাকার নীল রং আর টেলিনর এর লোগোর সাথে মিল রেখে এনেছে চরকি (ফ্রি হুইল / ফ্রিজবি টাইপ কিছু)।
এটা তারা করতেই পারে। কারণ নরওয়ে / টেলিনর গ্রামীণ ফোনের সবচেয়ে বড় অংশীদার।
একটা প্রতিষ্ঠানের লোগো এমনভাবে ডিজাইন করা হয় যাতে লোগো পূরো প্রতিষ্ঠানটিকে এককভাবে রিপ্রোজেন্ট করে। সেক্ষেত্রে গ্রামীণ ফোনের বর্তমান লোগো গ্রামীণ ফোনকে চরমভাবে উপস্থাপন করছে। এটা শুধূ বৃহৎ অংশীদার নরওয়ে / টেলিনর কে উপস্থাপন করছে না, বরং এর ব্যবহারকারীদের মানসিক অবস্থাকেও চমৎকারভাবে তুলে ধরছে।
কিভাবে ? আপনি যদি এর নিয়মিত ব্যবহারকারী হন তাহলে এর (গ্রামীণ ফোন) নিত্যনতুন ট্যারিফ আর খরচের যন্ত্রণায় আপনার মাথা ঘুরবে ঠিক ঐ চরকির মতোই। চরকির মতো মাথা ঘুরতে ঘুরতে একসময় এর ব্যবহারকারী ব্যথায় নীল হয়ে যাবে, ঠিক সেই নীল চরকির মতোই।
এমন চমৎকার লোগো আসলে দ্বিতীয়টি আর নেই।
(আগের লোগোটা অনেক খূজেও পেলাম না)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।