শালার বাংগালী আমরা!!!
স্বাধীনতার ঘোষনা, জাতির জনক থেকে এভারেস্ট জয় , সবখানেই বিতর্ক আমাদের পিছু ছাড়েনা।
আমাদের অসামান্য অর্জন গুলোও কাঁদা ছুড়াছুড়ি আর পরশ্রীকাতরতায় বিতর্কিত হয়ে যায়!!!
হাজারো দূর্নীতি আর লুঠপাটে প্রতিনিয়ত হাহাকারে ভেসে যায় আমাদের বিবেক, মন, শরীর। রাজনীতির দুষ্ট চক্রে ঘুরপাক খেতে খেতে কখনো আ'লীগ বা কখনো বি,এন, পি 'র পতাকা তলে আশ্রয় খুঁজি আমরা মানে সাধারন জনগন। নেতা বা বিরুধী নেতা টকশো, বক্তৃতায় আমাদের উন্নয়নের জোয়ারের গল্প শোনায় বা ভবিষ্যতের সুখ স্বপ্ন দেখায় । কিন্তু ক্ষমতার পালা বদল শেষে দেখি আমরা আরেকটু গরীব হয়ে গেছি।
কিন্তু নেতারা ডজন ডজন ইন্ড্রাস্ট্রি'র মালিক বনে গেছে, গোটা কয়েক টিভি চ্যানেলের অধিকর্তা হয়ে গেছে, শালবন, পদ্মা মেঘনার বুকে অবৈধ সম্পদের পাহাড় গড়ে ফেলেছে।
আর আমি ? নিজেকে আরো অসহায় দেখি।
ইদানীং আবার মিডিয়া স্টার, মেগা ষ্টার হওয়ার দৌড়ে প্রতিযোগী মিডিয়ার পরিবেশিত সংবাদের কোনটা যে আসল খবর আর কোনটা ভুয়া খবর তা নির্নয় করতে গিয়ে নিজেকে খাঁচায় বন্দী গিনিপিগ মনে হয়।
মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ে একবার আনন্দে , গর্বে বুক ভরে উঠে কিন্তু ক্ষনিক পরেই আরেক খবরে লজ্জা পাই। কয়েক জন সদস্যের দু/একটা মাউন্টিং ক্লাবও আজ রাজনীতীর নোংরামীতে নিমজ্জিত ।
আসলে আমাদের পা থেকে মাথা পুরোটাই পঁচে গেছে!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।