আগামীর স্বপ্নে বিভোর...
মোবাইল ফোনের সুবাদে প্রেম বিষয়টা এখন ডাল ভাত হয়ে গেছে। যে কোন অবস্থানে থেকেও যে কেউ চাইলেই জুটাতে পারে দু-চার টি প্রেমিক/প্রেমিকা। মোবাইল ফোনে প্রেম করবেন ভালো কথা কিন্তু প্রেমিকাটা কি পূর্ব পরিচিত ? পূর্ব পরিচিত হলে সমস্যা কি কি হতে পারে সেটা আপনি নিজেই ভালো বুঝবেন আর যদি পরিচিত না হয় তাহলে আপনাকে হয়ত আজকের এই প্রেমিকের মতো সর্বস্ব খুইয়ে সর্বসান্ত হতে হবে। বাপ্পী নামের একটি ছেলে মোবাইল ফোনে দীর্ঘ দিন থেকে অপরিচিত এক মেয়ের সাথে প্রেম করে আসছে। ভুল নাম্বারে ডায়ালের কারনে মেয়েটির নাম্বার বাপ্পীর হাতে চলে আসে।
সেই থেকে প্রেমের সুত্রপাত। দীর্ঘ দিন মন লেনা-দেনার পর একে অপরের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। মেয়েটির কথা অনুযায়ী প্রেমিক বাপ্পী দেখা করতে আসে। কিন্তু মেয়েটি যে এলাকার বাসিন্দা সে এলাকার পোলাপাইন গুলো বড়ই বদমাইস !!! বাপ্পী মেয়েটির এলাকাতে এলে সেই বদমাইস পোলাইনের নজরে পড়ে যায়। পোলাপাইনগুলো কখনোই চায়না যে তার পাঁড়ার মেয়ে অন্য কোন পাঁড়ার ছেলের সাথে ইটিশ পিটিশ করুক।
বাপ্পীর আগমনের কারন তাঁদের বুঝতে কালক্ষেপন হয়নি। তাই তারা বাপ্পীকে নিরিবিল একটা স্থানে ডেকে নিয়ে তাঁর কাছে থাকা মানিব্যাগ, মোবাইল, হাতঘড়ি ছিনিয়ে নেয়ার পর বাপ্পীকে রাম ধোলাই দিয়ে ছেড়ে দেয়া হয়। কি আর করবে বেচারা !!! এক সাগর দুঃখ বুকে নিয়ে প্রেমিকার সাথে দেখা না করেই আপন গৃহে প্রত্যাবর্তন করলো। তাই সাবধান মোবাইল ফোনে প্রেম করেবেন ভালো কথা কিন্তু দেখা করতে যাওয়ার আগে নির্ধারিত স্থান সম্পর্কে সচ্ছ ধারণা নিয়ে নিন তা না হলে বাপ্পীর সাথে ঘটে যাওয়া ঘটনার রিমেক আপনাকে দিয়েও হতে পারে !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।