আমাদের কথা খুঁজে নিন

   

কায়সার ট্রাইব্যুনালে

আদালতের নির্দেশের পর গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার হাসপাতাল থেকে কায়সারকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী এস এম শাহজাহান।
তখন প্রসিকিউটার রানা দাশগুপ্ত এই আবেদনের শুনানির জন্য সময় চাইলে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বুধবার শুনানির দিন ঠিক করে।
একইসঙ্গে আসামি কায়সারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ট্রাইব্যুনালে ঢোকার সময় পুলিশের কাঁধে ভর দিয়ে হাঁটছিলেন কায়সার।
হবিগঞ্জের বাসিন্দা কায়সার তিন যুগ আগে জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। এইচ এম এরশাদের সময়ে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কায়সারকে বুধবার গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।


তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতার জন্য হবিগঞ্জে কায়সার বাহিনী গড়ে তুলেছিলেন এই ব্যক্তি।
কায়সারকে গ্রেপ্তারের আবেদনে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, সাবেক এই প্রতিমন্ত্রী ও তার পরিবার সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি দেখানোয় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.