আমাদের কথা খুঁজে নিন

   

নিখিল বাবু

সবার আমি ছাত্র

আমার একজন কাকা আছে নিখিল বাবু নাম। পাঁজিয়া গ্রাামে শ্বশুর কাড়ি জামলা গ্রামে ধাম\ মাথার চুল হালকা তাহার চাপ চাপ দাড়ি। চিকন-চাকন গঠন তাহার চিমটে মারা ভুড়ি\ ব্যক্তিত্ব ফলাতে তার নেইকো জানি জুড়ি। রাজা-বাদশাহ যেই হোকনা তার কাছে সব তুড়ি\ প্রেমিক হিসেবে আমি জানি নেইকো তাহার জুড়ি। তার প্রেমেতে সবাই পাগল খুকি থেকে বুড়ি\ মেয়ে-ছেলেদের হীন বললেও ওদের পাগল খুব।

ওরা বললেই পেতে দিতে পারে মৃত্যুর মুখে মুখ\ নিজেরে সে চরিত্রহীন বলে ভাল তবু তার চরিত্র। বলতে গেলে নেতাদের মত ফুলের মত পবিত্র\ কণ্ঠ তাহার রাজার মত লৌহ কঠিন হাত। কোথাও যদি দেখে ত্র“টি খিঁচিয়ে ওঠে দাঁত\ রাজনীতিতে হাত নেই তার একথা কে বলে। যখন তখন ঝাঁপ দেয় সে এদল থেকে ওদলে\ পিতৃ ভক্তি মাতৃ ভক্তি তার ওপর করে কে? রোগা ছেলেটাই ভক্ত হয় যে সেকথা আর বলতে!! সুসময়ে সবাই বন্ধু হয় এই কথা লোকে কয়। দুঃসময়েও বন্ধ ছিল তার গোটা চার-পাঁচ-ছয়\ দুঃখ জীবনে কম করেনি সুখ করেনি তা নয়।

দুঃখ গুলো পার করেছে সুখতো এরেই কয়\ জীবনে তাদেরি জয়গান করে হীন যারা বলে তাকে। ভালবাসার অর্থ বোঝেনা আকুতি তবুও বুকে\ ঠাকুর দেবতা বিশ্বাস করে অবিশ্বাসও করে বটে। হাতজোড় করে, কিলও দেখায় যখন যেমন ঘটে\ যত লিখে যাই, তবু না ফুরায় নিখিল বাবুর গল্প। তার জীবনে আদর্শ অনেক লিখলাম শুধু অল্প\

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.