আমাদের কথা খুঁজে নিন

   

নিখিল ব্লগীয় বানান শিক্ষা সমিতির প্রথম পোষ্ট

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

ফারহানের এই পোষ্টে বানান সংক্রান্ত কথাবার্তা দেখে ঢু মারলাম । অনেক দিন আগে থেকে এমন একটা পোষ্ট দেয়ার ইচ্ছা ছিল । বেশ কিছু দিন আগে কোন এক আস্তিক পোষ্ট আ্যাগনিষ্টিক রে আ্যাগনিষ্ট বলে ভুল করে ধরা খাইছিলাম । দূরের পাখি আর ট্রানজিষ্টর ভায়া অক্ষরে অক্ষরে কিভাবে iGNOrant aGNOstic GNO দিয়ে কিভাবে জানা বুঝায় সব পরিস্কার করে বুঝিয়ে দিলেন । আমার সংজ্ঞা বিষয়ক জ্ঞানও অনেক কম ।

ব্রেনও ঢাল পুরাই । তখন থেকেই নিজের এই হীন দূর্বলতা নিয়ে পোষ্ট দেয়ার ইচ্ছা । ছোটবেলা অনেক কিছু মনে থাকতো । চটপট অনেক কিছু বলতে পারতাম । আসে পাশের স্মার্ট পোলারা দেখাতাম ভাব নিতো হাই তুলে ধুত এইসব জানি না ।

আমিও চিন্তা করলাম আমার কেন এত কিছু মনে থাকে । তাই ভাব দেখিয়ে ভুলে যাওয়র স্মার্ট ভাব ধরলাম । এখন ব্রেন এতই ভোতা হৈসে কারো সাথে দেখা হলেই নাম মনে থাকে না । ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আবজাব কথা বাদ -- বানান বিষয়ে আসি । আমি মনে হয় সামু বানান ভুলে চ্যাম্পিয়ান হমু ।

কয়েকটা ক্লাসিক কেস বলি -- যেমন . না দিতে খেয়াল থাকে না । . র ছুটে ছুটে যায় । . য় দিতে খেয়াল থাকে না । ( এইসব প্যারা সাইকোলজিক্যাল ব্যাপার কিনা কে জানে ) আরো হাজার টা ভুল। চন্দ্র বিন্দু তো আমার দু চোখে বিষ ।

কোন লেখাতেই দেই না । ণ ন মিসটেক । ু ূ দিতেও ভুল । টাইপো তো আছেই । মনে আছে মাগার লিখতে গেলে "স্লিপ অব আংগুল" হইয়া যায়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ব্লগের বানান ভুল ধরার ব্যাপারে । কয়েক জন স্পেল চেকার রাখলে কেমন হয় ? ব্লগীয় মাষ্টরনীরা বানান ধরা বেলায় অনেক সচেতন ছিলেন । তাদের ছাড়া বানান সমস্যা সমধান করা যাবে না । নিখিল ব্লগীয় বানান শিক্ষা সমিতি নাম প্রস্তাব দিলাম । ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আমাদের কালচারে বানান ভুল ধরয়া দেয়াটা অপমান বিশেষ ধরা হয় ।

কেন এটা কে জানে । ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ইংরেজীতে স্পেল চেকার -- সেনটেনস চেকার দিয়ে তাও মান ইজ্জত বাচে । তবে ফারহানে পোষ্টটা ফান হিসাবে না নেয়ার অনুরোধ । কারন আমি ভেবে দেখলাম ভুল বানান দেখলে অনেক সময় সেটাই মনে থাকে । সব বানান তো মনে থাকে না ।

তখন ভুল বানানটাই লেখায় এসে পড়ে। যেমন 'জিনিষ' বানানটা ভুল অথচ আমি দেদার সে জিনিস বানানটা ভুল করে লিখে চলছি । মানুষে উপর এফেক্ট পড়ে। সো সাধু সাবধান । ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ সামু মডারেশন নিয়ে কিছু বলার নেই ।

কর্তৃপক্ষ লুংগি তুলে আগুনের তাপ নিচ্ছে --তাই তাদের আর ডিস্টার্ব না করি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.