আমাদের কথা খুঁজে নিন

   

পানির উপর হাঁটা! তাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব

...

পানির ওপর চ্যাপ্টা ইটের টুকরা বা পাথর খণ্ডকে কতোবার ব্যাঙের লাফের মতো পার করানো যায় এমন খেলা খেলেননি কাউকে খুঁজে পাওয়া মুশকিল হবে। আর বাতাসে ভর করে আকাশে ওড়া কিংবা পানির ওপর হাঁটা এমন ফ্যান্টাসিতে ভাসেননি এমন লোকও কম আছে। তাইনা? আজকে মজার দুটো ভিডিও শেয়ার করবো যাতে দেখা যাবে অধ্যবসায় আর দৃঢ় সংকল্প যেকোনো অসম্ভবকেও সম্ভব করে। আর কোনো সত্যই চিরন্তন নাও হতে পারে। নতুন কোনো জানা আপনার পুরানো ধ্যান ধারণাকে আমূল বদলে দিতে পারে।

সুতরাং আসুন জেনে নিই কি কি দেখতে যাচ্ছি আজকে। প্রথমেই দেখবো পানির উপর দৌড়ানোর প্রযুক্তি। হাঁটা মনে হয় এখনো সম্ভব নয়। গবেষণায় বের হয়েছে যে, প্রচণ্ড গতিতে নির্দিষ্ট ভঙ্গিমায় দৌড়ে আপনি পানির উপরও বেশকিছু দূরত্ব অতিক্রম করতে পারেন ভেসে থেকেই। কৌশলটি হলো: আপনাকে একটি সূক্ষ্ম কৌণিকভাবে এগোতে হবে।

মানে অনেকটা বৃত্তীচাপের মতো হবে আপনার গতিপথ আর গতি স্থল থেকে শুরু করে বাড়তে থাকবে। আপনাকে বিশ্বাসও করতে হবে আপনি দৌড়াতে পারবেন। তাহলে আপনার দৌড়টাও সিনক্রোনাইজড হবে। ছন্দপতন হলেই পানির ভেতর পা ঢুঁকে যাবে। কিন্তু খালিপায়েই তা হবেনা।

ওয়াটার রিপেল‍্যান্ট(পানি বিকর্ষক) টাইপ জুতাও পরতে হবে। চলুন ভিডিও দেখা যাক এ সংক্রান্ত আরো ভিডিও দেখুন উপরেরটি দেখলেন পানির উপরে দৌড়ানো। তাও কিছু দূর গিয়েই ধুপ্পুস! আপনি যে টেস্ট করবেন তারও খুব সহজ উপায় নেই কারণ সেই ধরণের জুতা তো সহজলভ‍্য নয়। তবে, নীচের ভিডিওটি দেখলে উপরের কাজটি হয়তো কেউ সম্ভব করে দেখাতে পারেন প্রাকৃতিক সহজলভ‍্য কোনো উপায়েই। এবার আমরা দেখতে যাচ্ছি বিস্ময়কর এক স্টান্ট।

চোখকে বিশ্বাস করা কষ্টকর হবে। আমাদের ভারতীয় উপমহাদেশের এক গায়ে খাটা শ্রমিক এই বিশেষ কসরৎ রপ্ত করেছে। আমার কোনো বিবরণ দেবার প্রয়োজনই নেই কারণ ইংরেজি না বুঝলেও বুঝতে কষ্ট হবেনা। এই যুবককে স্থানীয়রা নাম দিয়েছে 'বানররাজা'। তবে, আমি একে সত্যিকারের টারজানই বলবো।

Click This Link সুতরাং এখন থেকে বিশ্বাস করা শুরু করুন, 'অসম্ভব' শব্দটি কেবল বোকাদের অভিধানেই থাকে। দৃঢ় বিশ্বাস আপনার ঈপ্সিত গন্তবে‍্য আপনাকে পৌঁছে দেবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.