সমাবেশে নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জাসান দুদু এই দাবি করেন।
তিনি বলেন, “বিরোধী দলের সভা-সমাবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। মিলাদ মাহফিল পর্যন্ত করতে দিচ্ছে না। কেবল তাই নয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতা-কর্মী সাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারছে না।
“সরকার ঘোষণা বাকি রেখে জরুরি আইন দেশ,জাতি ও মানুষের ওপর প্রয়োগ করছে।
”
সম্প্রতি বিএনপি নয়া পল্টনে দুই বার সমাবেশের অনুমতি চেয়ে পায়নি। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাশকতার শঙ্কা থাকলে এক মাস রাজধানীতে কোনো সমাবেশের অনুমতি দেয়া হবে না।
সরকারের সিদ্ধান্ত বিরোধী মত দমনের অংশ দাবি করে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান শামসুজ্জামান।
বিকালে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, সকালে দলীয় কার্যালয়ে জাসাসের মিলাদ মাহফিল বন্ধ করে দেয় পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও মোহাম্মদ শাহজাহানকে জামিনের পর অন্য মামলায় আটকে রাখার পাঁয়তারা চলছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সমাবেশ বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে কী কর্মসূচি বিএনপি দিচ্ছে- জানতে চাইলে শামসুজ্জামান বলেন, “আমরা কর্মসূচির ভেতরেই আছি। কাল (বুধবার) রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক রয়েছে। এরপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। ”
সামরিক আদালতে কর্নেল আবু তাহেরের বিচার অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে জিয়াউর রহমান সম্পর্কে যে পর্যবেক্ষণ রয়েছে, তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, রায়টি ভালোভাবে পড়ে প্রতিক্রিয়া জানানো হবে।
সোমবার প্রকাশিত ওই রায়ের পর্যবেক্ষণে হাই কোর্ট বলেছে, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ক্ষমতায় যাওয়ার পর জিয়াউর রহমান কর্নেল তাহেরকে হত্যার লক্ষ্য ঠিক করে সামরিক আদালতে বিচারের উদ্যোগ নিয়েছিলেন।
তথ্যমন্ত্রীর দাবি উদ্ভট
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে ১৬ সম্পাদকের বিবৃতির সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যকে ‘উদ্ভট’ বলে আখ্যায়িত করেন শামসুজ্জামান।
তিনি বলেন, “দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিকের ১৫ জন সম্পাদক, যাদের অনেকের ৪০/৫০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে, তারা কি না না বুঝে বিবৃতি দিয়েছেন, এটা ঠিক নয়।
“আমাদের ইনু সাহেব একদিনের জন্য সাংবাদিকতা করেছেন কি না, আমার জানা নেই। আমি তথ্যমন্ত্রীকে বলব, এক-দুই মাসের জন্য যে চেয়ারে বসেছেন, নিজের দল, মার্কা ও ভাবনা বাদ দিয়ে মাথা খারাপের মতো কথা বলবেন না। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।