আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষার প্রেমের কবিতা

কালের স্রোত

আজ অনেক দিন ঝুম বৃষ্টি দেখে মনে পড়লো কবি মহাদেব সাহার সেই বর্ষার প্রেমের কবিতার কথা আর তাই পোষ্ট করলাম। আমার তো খুব প্রিয় একটা কবিতা; জানিনা অন্যদের কেমন লাগবে............. বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি শুনাই দুজনে বিদ্রাপতির বিষন্ন পদাবলী, বর্ষার কথা থাক, বকুলের কথা বলি ঝরা বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি। আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি যদিও বিরহ তবু মিলনের স্বপ্নজালই বুনি, অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারা গুনিব। গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরি কলহের কোনো কাজ নেই, কিছু করুণার গান করি। বিদ্যার কথা থাক, প্রেমের কবিতা পড়ি চারদিকে এই জলধারা তবু সৃষ্টির দ্বীপ গড়ি। মে ২০/ ২০১০, বৃহস্পতিবার মগবাজার, রাত ২১.৫২ ঘ.

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।