আমাদের কথা খুঁজে নিন

   

শুক্র শনি ভালো কাটুক



নতুন বসের আগমন হয়েছে। তবে আমার সুবিধা হচ্ছে যে উনি বহু দুরে থাকেন। অন্যদেশে। কাজেই ফোনই হচ্ছে প্রথম আলাপের সূত্র। সকালেই উনার সাথে বাৎ চিৎ করতে পারলাম।

উনি ফোনেই বেশ পিঠ চাপড়ে দিলেন। গোলাম খুশ! আর তো কাজ ছাড়া কিছু ভালো লাগেনা আজকে। চারদিক শুধু বসময়, আর কাজময় (মানে কাজ দেখানোর চেষ্টাময়)। বৃহষ্পতি বারের সন্ধ্যায়ও বাসায় যেতে মন টানে না। মনে হয় খালি কাজকামই করি আর করি।

আহা বসের কথায় কত মধু! বাঙালীরেতো পয়সা দেয়া লাগে না। খালি এট্টু আদর দিলেই সারে। তবু বাসায় যাই। ছুটির মধ্যে ব্লগ নিয়া বসলে মার খাবার ভীষণ সম্ভাবনা। কাজেই আবার মোলাকাত হবে রবিবারে।

এই বস নাকি চারদিন মোটে কাজ করবেন সপ্তাহে। আমার তো এত মজা নাই। তারপরও ঘুমানোর জন্য একটা বিছানা আছে। টিভি আছে। সকালে নাস্তা আছে।

মজা কম নাই। আপনারাও ভালো ছুটি কাটাবেন আশা করি এই শুক্র আর শনিবারে..........।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.