চলো আবার সবুজ গড়ি
অসংখ্য তারাদের বলয়ে আমাদের রাজপথ
গ্যালাক্সী থেকে শুষে নেয়া সব শক্তিতে
আমরা জ্যোতীর্ময়,আমাদের পথে।
পৃথিবীর কোনো ছায়াঢাকা গ্রামের শালিকেরা
আজো ডেকে যায় তাদের মধুর কন্ঠে
তবু নক্ষত্রের ভিরে আমাদের কানে পৌছেনা সে।
এরপর
শকুনেরা বেড়িয়ে আসে মধ্যাকর্ষন পেড়িয়ে
শুক্র থেকে বৃহস্পতিতে আজ তাদের দাপট
অস্থির মহাবিশ্ব, সাথে তার যত নিঃস্ব।
রাস্তার নেড়ী কুকুরদের মত শকুনেরাও আজ
নিজেরা কামড়ে ছিড়ে নেয় নিজেদের গোস্ত
এক ই গ্রহের শকুন সবে তবু বিদ্বেষ চিরদিন রবে।
আজ আর ওরা লাশ খেতে চায়না; ওরা চায়
জ্যান্ত জলজ্যান্ত তরতাজা সব যত মানুষ
ওরা ফিরে যাক,পৃথিবী আপন রুপ ফিরে পাক।
আমাদের পথের জ্যোতীতে আলকিত হোক সেই
ছয়া ঢাকা গায়ের পথের পাশের গাছের ডালের শালিক
আর যত শকুনের লাল টকটকে অন্ধকার চোখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।