আমি আমার সম্পের্ক জানানোর মত কিছু আছে মনে করিনা।
শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বে শীর্ষস্হানীয় কন্ঠিশল্পী হিসাবে যদি ৫ জন কে বাছাই করা হয় সেখানেও লতার নাম থাকবে। এমন একজন শিল্পী তিনি।
তাকে জিজ্ঞাসা করা হয় অবসর কি ভাবে কাটান তিনি উত্তরে জানালেন অবসরে মেহেদী হাসানের গান শুনেন। মেহেদীর গান কেন শুনেন জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বল্লেন আমরা সাধারন মানুষের শিল্পী আর মেহেদী জ্বী শিল্পীদের শিল্পী।
মেহেদী শিল্পীদের জন্যই গান করেন।
মেহেদী সম্পর্কে তিনি আরো বলেন মেহেদীর কন্ঠে স্বয়ং ভগবানই কথা বলেন।
পাকিস্হানের প্রখ্যাত গজল গায়ক মেহেদী হাসান সর্ম্পকে প্রায় ৪০ হাজারেরও অধিক গানে কন্ঠ দেওয়া ও বহু ভাষায় অর্নগল গানের এই কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের এ রকম মন্তব্যে মেহেদী হাসানের শিল্পী মর্যদার স্হানটা অনায়াসে আন্দাজ করা যায়।
সম্প্রতি লতা অত্যন্ত মর্মেবদনার সহিত জানিয়েছেন একান্ত ইচ্ছাথাকা সত্বেও মেহেদীর সাথে কখনো গান গাওয়ার সুযোগ না হওয়ার কথা।
ভারেতর রাজধানী নয়াদিল্লীর এক অনুষ্টানে সাংবাদিকদের কাছে এ জন্য তিনি আবেগঘন আক্ষেপ প্রকাশ করেন।
দুই কিংবদন্তী শিল্পীই এখন আশি বছর অতিক্রম করেছেন। পক্ষাঘাতগ্রস্ত মেহেদী হাসান এখন একাকি সময় কাটাচ্ছেন করাচিতে আর লতা মঙ্গেশকর তুলনামুলক অনেক সুস্হ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।