আমাদের কথা খুঁজে নিন

   

লতার কাছ থেকে 'ভারতরত্ন' পুরস্কার কেড়ে নেয়ার হুমকি

ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরকে দেয়া 'ভারতরত্ন' পুরস্কার কেড়ে নেয়ার হুমকি দেয়া হয়েছে। আর এ হুমকি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন কংগ্রেস দলের মুম্বাই কংগ্রেস প্রেসিডেন্ট জনার্ধন চান্দুরকার। নরেন্দ্র মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে সমর্থন দেয়ায় তার কাছ থেকে এ পুরস্কার কেড়ে নেয়া উচিত বলে হুমকি দিয়েছেন তিনি।

মুম্বাইয়ে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে চান্দুরকার বলেন, 'ভারতরত্ন' একটি রাষ্ট্রীয় পুরস্কার। এর মর্যাদা রয়েছে। যারা এ পুরস্কার পান রাষ্ট্রের প্রতি তাদের একটি দায়িত্ববোধও রয়েছে। কাজেই যারা চরম সাম্প্রদায়িক, সমাজে ধর্মান্ধতার বিষবাষ্প ছড়ান তাদেরকে যারা সমর্থন করতে পারে তাদের হাতে এ পুরস্কার মানায় না।

প্রসঙ্গত, লতা মুঙ্গেশকর সম্প্রতি আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে আশীর্বাদ দিয়ে বলেন, ভারতবাসী আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য উন্মুখ হয়ে আছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।