আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর তারা পরস্পর চেয়ে থাকে

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

প্রেমিকার তলপেট স্ফীত হলে সে ভাবে: অথচ সে জানে না অনেকগুলো রাত শুয়ে এসেছে প্রেমিকা অন্য পুরুষের সাথে। পথ ধরে নেমে গেছে মানবের ছায়া কেঁপে উঠেছে তার নিরাবরন কায়া মিশে গেছে হাজার নিঃশ্বাস অন্ধকার রাতে। সে ভাবে আর ভাবে: জানালার ফাঁক গলে হুমড়ে পড়েছে আকাশ পতঙ্গের শরীর ছুঁয়ে কখনো সোঁদা গন্ধ যদিও মানবের ছায়া পায় নি আশ্রয় অকালে ঝরে গেছে অপ্রেম বিরোধী হাতে। মসৃন তলপেট-অবনত চোখ-প্রেমিকার: পেটের উপর আরো পেট আছে;আরো স্ফীতি প্রাগৈতিহাসিক ডাইনোসর হা করে রাখে অথচ প্রসাদ নেই-খামচে ধরে পেটের দেয়াল ফুঁড়ে বেরুবার আগে-প্রেমিকা কাঁদে: প্রেমের প্রসাদে তুষ্ট নয় ডাইনোসর ভোগ দেহের দেয়াল তাই সরগরম নিলামে অপ্রেমের আলপনায় নীল;আর তৃপ্ত ডাইনোসর! অতঃপর তারা পরস্পর চেয়ে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।