আমাদের কথা খুঁজে নিন

   

কিঞ্চিৎ রোমাঞ্চিত বোধ করছি

...

~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~ আমার কমিউনিটি ব্লগে প্রথম বিচরণ হয় প্রথম আলো ব্লগে লিখে। আগে কেবলই অনিয়মিত পাঠক ছিলাম সামহোয়ারইন ব্লগের। প্রথম আলো ব্লগে যেমন অনেক বন্ধু শুভানুধ্যায়ীদের পেয়েছিলাম তেমনি এর কর্কশ মডু কুখ্যাত মামো এর কারণে তিক্ত অভিজ্ঞতারও শিকার হই। সামান্য কারণে একবার কমেন্ট ব্যান এবং শেষের বার সম্পূর্ণ ব্যান করে দেয়া হয়। আর সম্পূর্ণমাত্রার ব্যানটি করা হয় একটি বিশেষ দিন ১৬ই ডিসেম্বরে।

মুক্ত বাকস্বাধীনতাকে খর্ব করার প্রতিবাদেই সুযোগ থাকা সত্ত্বেও আর ফিরে যাইনি সেই ব্লগে। এমনকি মডু মামো'র অধ্যায় শেষেও আর আগ্রহ বোধ করিনি প্রথম আলো ব্লগে ফিরে যেতে। আজ প্রথম আলো ব্লগ নতুন ডিজাইন এবং নতুন স্ক্রীপ্টে নতুন করে চালু হয়েছে। এটির মূল কোডার অভ্র টীম এর অন্যতম(এক সময়ের বিজয় সফটওয়্যারের কোডারও) এবং ভিস্তাআর্ক এর রিফাত নবী। রিফাত নবী উইন্ডোজে বাংলা সমাধানের জন্য iComplex.exe প‍্যাকেজ করেন।

ফন্ট ফিক্সারও তার উদ্ভাবন। তিনি জাতীয় পর্যায়ের একজন প্রোগ্রামিং কন্টেস্ট‍্যান্টও। প্রথম আলো এবং অন‍্যান‍্য নন-ইউনিকোড সাইট ইউনিকোডে রূপান্তরের ফায়ারফক্স এবং ক্রোম অ‍্যাড-অনেরও অন‍্যতম কোডার। আরো তথ‍্য হচ্ছে বর্তমান প্রথম-আলো সাইটের(ই-প্রথমআলো নয়) স্কেলিং/অপটিমাইজেশন রিফাতই করছেন(কোডিং তারই সহকর্মীদলের)। যাহোক, নতুন স্ক্রীপ্ট(কেক পিএইচপি ফ্রেমওয়ার্কে সিএমএস) প্রণয়নের ফলেই মনে হয় আমার ব্লগটি এবং প্রোফাইল এখন ব‍্যানের আওতায় নেই।

হয়তো বাগফিক্স হলে আমার ব্লগটি আবারও ব‍্যানের আওতায় চলে যাবে। http://prothom-aloblog.com/blog/lenin এটি আমার ব্লগ ঠিকানা। যদিও সব পোস্ট প্রদর্শন করছেনা। http://prothom-aloblog.com/users/base/lenin/51 এই পোস্টের জন‍্য ব‍্যান হয়েছিলাম। ক্রমিক ৫১ এর থেকে ক্রমিক নং কমিয়ে যেতে থাকলে সব পোস্ট পাওয়া যাবে।

মাঝে সংখ‍্যার ধারাবাহিকতা নেই কারণ কোনো কোনো পোস্ট হয়তো মুছে ফেলেছিলাম নিজেরই মন:পুত না হওয়ায়। http://prothom-aloblog.com/users/base/lenin/41 এই পোস্টটি আমার ছড়ার প্রতি হঠাৎ গড়ে ওঠা মোহের নিদর্শন। এই পোস্টের আগে খুব সম্ভব দুই কি তিনটি ছড়া লিখেছিলাম জীবনে। পোস্টগুলো দেখলে বোঝা যাবে আমি কিঞ্চিৎ জনপ্রিয় ব্লগার ছিলাম ওখানে(একটু ঢোল পিটালাম)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।