আমাদের কথা খুঁজে নিন

   

অচিন দেশের রাজা (কিঞ্চিৎ ১৮+++++++)

দুনিয়াতে ভাল আর খারাপ বলতে কিছু নাই আছে বোকা আর চালাক once upon a time বাংলা, বিহার, উড়িষ্যার মহা পরাক্রমশালী রাজা ধিরাজ এরশাদের রাজত্ব চলছিল। উনার মন্ত্রি পরিষদে তখন নামি দামি মন্ত্রী। গোলাম আজম, মওদুদ, আলমগীর, এরকম আরও হেভীওয়েট মন্ত্রী। রাজার খুব দুঃখ রাজার কোন ছেলে নাই অনেক দেখেশুনে রাজ্যের সেরা সুন্দরী রওশনরে বিবাহ করিয়াছিলেন। এদিকে প্রতিবেশী রাষ্ট্র মহীশুরের রাজার ১ টা না ২টা না ৫টা ছেলে।

তো এরশাদের একবার মনচাইল তিনি একাই প্রতিবেশী রাষ্ট্র মহীশুরে গমন করিবেন। মহীশুরের রাজার কেমনে ৫ টা ছেলে হয়েছে তা জানার জন্য। যেহেতু রাজা বলেছেন কেহ কি দ্বিমত করবে। কিন্তু যতই কিছুই হোক সুন্দরী বউটারে একা রেখে যেতে মন চাইতেছেনা। কি করা! রাজা মশাই চিন্তা করিলেন যেহেতু তার মন্ত্রী সবগুলাই লুচ্চা তাই রাজা রওশনের ওই জায়গায় একটা ব্লেড ফিট করিলেন।

রাজা মাসখানেকের জন্য মহীশুর চইলা গেলেন। এক মাসের সফর শেষে রাজা ফিরত আসিলেন ডাকিলেন সংসদ সব মন্ত্রীরে। রাজা রোল কল করা শুরু করলেন। রাজা: মওদুদ। অনুপস্থিত, রাজা: আলমগীর।

অনুপস্থিত, কেউ নাই, সবাই অনুপস্থিত। ওহ নাহ সবচেয়ে বিশ্বস্থ গো-আ রাজার পাশে বসে রয়েছেন। ঘঠনা কি রাজা পেয়াদারে সুধায় এই আমার মণ্ত্রীরা সব কই। পেয়াদা: রাজা মশাই আপনি যাবার পর প্রতিরাতেই রাণী মাতাকে দেখতে যাইতো কিন্তু কিছুক্ষণ পরই উনারা রক্তাক্ত হইয়া বহির হইত। ইনারা সবাই এখন হাসপাতালে আছেন।

আর উনারা কখনও ইনাদের বিবিদের সাথে সোহাগ রাত করতে পারবেনা। রাজা গো-আ র উপর খুব খুশি গো-আ ই তার ইজ্জত নিয়া কিছু করে নাই। রাজা গো-আ রে এ কথা ওকথা জিগায় কিন্তু বেচারা কোন কথাই বলেনা। ঘঠনা কি রাজা পেয়াদারে সুধায় এই আমার গো-আর কি হইল ও কথা কয়না কেন। পেয়াদা: রাজা মশাই উনি রাজমাতার সাথে দেখা করার পর থেকেই আর কথা কয়না।

রাজা: ওইবেটা পেয়াদা আমার গো-আর মুখ খোলা আমি ওর কথা শুনতে। বেচারা গো-আ ইহা শুনিয়া চিৎকার দিয়া উঠিতে চাইলেন। বিষন্ন রাজা দেখিলেন গো-আ র জিহ্বা নাই। । ।

। । বিঃ দ্রঃ সংকলিত। ইহা একটা কাল্পনিক গল্প। গল্পটির পাত্র পাত্রী সবই কাল্পনিক।

পুরান হলে মাপ চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।