আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের গুলিতে নিহত শাবি ছাত্র শামীমের চতুর্থ মৃতু্বার্ষিকী কাল !!!

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

দেখতে দেখতে চলে গেছে চারটি বছর!!! এইতো মনে হয় সেদিনের কথা!!! পুলিশ গুলি করলো , ছয় জনের গুলি লাগলো, ঢাকায় সিএমএইচ এ শামীম মারা গেলো!! ভিসির বাসায় আগুন দেওয়া হলো!! ভিসি ছাত্রদের হাতে পদত্যাগ করলো!! বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের পেটালো!! শিক্ষকদের দুই পক্ষ অনেক আন্দোলন করলো!! বিশ্ববিদ্যারয় ছয় মাস অচল থাকলো!! তারপর ,,,,,, কেটে গেছে চারটি বছর!! সবই হয়েছে কেবল শামীম নামক ছেলেটা মারা গেছে!!! আর কারও কিছু হয় নাই!! সত্যি শামীম তোমর জন্য বষ্ট হয়!!! তোমার কপালটাই খারাপ!!! তাহলে এই হত্যার চার্জশিট্রও দিবেনা পুলিশ চার বছরে!!! আর গুলি করে শান্তিতে থাকবে এএসপি গিয়াস!!! শামীম আমাদের ক্ষমা করো!!!! আল্লাহ তোমার মঙ্গল করুক!!!! Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.