ভালোয় ভালো বলুন-
কার জোগসাজসে
এই নীল নকশা হয়েছে তৈয়ার,
ভালো চাসতো বল-
কোন বেজন্মা পুতের কাছে
কতটা বেঁচেছিস এই বাংলার।
বল শালা শুয়োরের বাচ্চা
রাজাকার, কে কে তোর দোসর,
কার ফুলশয্যায় পতাকা বৈঠক
বসে রঙ্গীন পানির আসর।
আজ রাতে তোর গায়ের চামড়া ছিলে
সেঁটে দিবো সংসদ ভবনের দেয়ালে,
ভালোয় ভালোয় সব বলে না দিলে
তোর লাশ পঁচা পুকুরে পাবি রাত পোহালে।
১০/০৫/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
ভোর ৪টা ৩০ মিনিট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।