পুলিশের কর্তব্যকাজে বাধা, গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ, হত্যা চেষ্টা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা ও শাহবাগ থানার পাঁচটি পৃথক মামলা চার দিন করে মোট ২০ দিনের এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তারা রমনা থানায় চারটি ও শাহবাগ থানার দুটি মামলায় টুকুকে ১০ দিন করে মোট ৬০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে টুকুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচটি মামলায় ২০ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। এর মধ্যে শাহবাগ থানার একটি মামলার রিমান্ড ও জামিন আবেদন উভয়ই নামঞ্জুর করেন আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।