থাকে শুধু অন্ধকার, দুর্গম পারাবার, মৃত্যুর প্রেম...
তুমি যখন হাঁট পথের ধারে
আমার হাঁটার ছন্দ থাকে না,
তুমি থেমে যেতে পার ভেবে
কাছে তোমার আসা হয় না।
তোমায় যখন হাসতে দেখি আমি,
মনে আমার কথার আনাগোনা;
কেবল তুমি কাঁদতে পার বলে,
কোন কথাই বলা হয় না ।
তোমার গানে উছলে উঠে সুর,
ইচ্ছে আমার মানতে চায় না মানা ;
সুরের ছন্দপতন ঘটতে পারে.........
মানার বাধা ভাঙা হয় না।
তোমার চোখে রাখলে এ চোখ আমার,
ইচ্ছে গুলো মেলে বিশাল ডানা ;
তুমি আঘাত পেতে পার ভয়ে,
তোমায় আমি ছুঁতে পারিনা।
তোমার আঁচল হাওয়ায় উঠল দুলে,
তোমায় আমি বুঝতে পারি না;
দ্বন্দ-দ্বিধায় বিষাদ তোমায় ঢাকে .........
আমার জীবন শূণ্য ষোলআনা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।