আমাদের কথা খুঁজে নিন

   

অক্ষম আমি



যখন বিতৃষ্ণ প্রতিটি ক্ষন অপেক্ষার ক্লান্তিতে ভারক্রান্ত তখন হঠাৎ তোমার কাছে থাকা অনিবার্য হয়ে উঠে... অনুভবতায় মনে হয় তোমাকে বড্ড বেশী প্রয়োজন! ঠিক তখনই পৃথিবীর সমস্ত শব্দ খুঁজতে থাকি তোমাকে আমার আর্তি জানাবার... প্রতারক শব্দেরা ছিনিমিনি খেলে আমার ভালোবাসার দুর্বলতায়! ভাঙ্গা কলম হাতে বসে থাকি ছেড়া কাগজ নিয়ে... তোমাকে জানাবার মত ভাষা খুঁজে পাইনা! নিজের অজান্তেই গলে পড়ে কয়েক ফোটা রক্ত আহত হৃদয় থেকে... অশ্রুর মত... টুপটাপ! নিশ্চুপ! ক্ষয়িষ্ণু দেহে রেখে যায় পরাজিত ইতিহাসের স্বাক্ষর... রাজ্য ও রাজত্ব হারিয়ে পথের ভিখারী আমি, বিবাগী আমি... যাযাবর হয়ে খুঁজে ফিরি তোমায়। প্রতি রাতের অতৃপ্ত বাসনাগুলো নিরবে রচনা করে এক একটি মহাকাব্য! নিজেই নিজেকে ঘৃণা করি আমার অক্ষমতার জন্য... ভুলতে পারিনা তোমায়... তোমাকে ভালোবাসাটাও আমার অক্ষমতা ছিল! সেপ্টেম্বর ২১, ২০০৮ দুপুর ২-৫৩মিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।