:)
আজকে নিউমার্কেট মোড় এ ,রাত সোয়া আট টা হবে
রাস্তা পার হতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম , ছেলেটা এভাবেই হাত দিয়ে মাথা ঢেকে বসে ছিল
হাতে ছিল লুসনি যেগুল ৪ টা ১০ টাকা হিসেবে দৌড়ে দৌড়ে তারা বিক্রি করে
পথশিশু
বয়স আর কত হবে ,আট কি দশ
আমি দাড়িয়ে ই ছিলাম , ছেলেটা একবারো মাথা তুল্লোনা ,প্রথম দিকে কাঁদছিল মনে হয় ,কাঁপতে দেখেছি
চারদিকে ভীষন কোলাহল , শত শত মানুষ রাস্তা পার হচ্ছে ,বাচ্চাটার দিকে কারো তাকানোর সময় নাই।
আধা ঘন্টার মত দাঁড়িয়ে থাকলাম ,ভীতু আমি ,সাহস হলনা একবার কিছু জিজ্ঞেশ করি ।হয়তো লোক লজ্জার ভয়, একা একটা মেয়ে ...............কিংবা কিছু করার কোন ক্ষমতা আমার নাই ,তাই
অনেক ক্ষন একি জায়গায় দাঁড়ানো দেখে ট্রাফিক সাহেব ও বিচলিত , কিন্তু আমি নড়তে পারিনা
......কিছু করতেও পারিনা ,রাস্তার মাঝখানে ,রোড ডিভাইডআর এ
অতঃপর সিগনাল এ দাঁড়ানো এক রিকশা ওয়ালা আমার অবস্থা বুঝতে পেরে নেমে এসে ছেলেটাকে ডাকলো ,মুখ সে কিছু তেই তুল্লনা ,সবুজ বাতি ও জলে উঠল
গাধা আমি কিছু না করে দাড়িয়ে ই থাকলাম।রাত বাড়ে
একটা সময় কল আসে সেলফোন এ ,রিসিভ করে জানাই রাস্তায় ,আসছি
কি মনে হলো ,ফোনে কেরিক্ক্যাচার করার ভাণ করে অন্ধকার এ ফ্লাশবিহীন ছবি তুলি
...
আমি আর পারলাম ই না.. আস্তে কোরে রাস্তা পার হয়ে চলে ই আসলাম
গাউসুল আজমের একটু আগে আমার ছোট ভাই এর সাথে দেখা ,দেখেই বলে উঠলাম ,যাবা আমার সাথে একটু মোড়ে ,প্লিয ...জ়ানতে চাইল কেন ? বললাম ব্যপারটা ।ও বলে ; তো ?
মায়া লাগতেসে তাই যাব !!!! সহজ উত্তর আমার।
ওর সোজ়া জ়বাব ;এই পৃথিবীতে মায়ার কোনো স্থান নাই !!!বাসায় চল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।