আমাদের কথা খুঁজে নিন

   

একটি অক্ষম কবিতা

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....

শব্দের শৃঙ্খলে বেঁধে রাখার চেয়ে বরং আমার অতলান্ত ভাবনারাশিকে ভেসে যেতে দাও মেঘেদের উদাসী ভেলায়- কিংবা তুমুল নাড়িয়ে দিয়ে নিরুদ্দেশ স্বপ্নবাহী দুরন্ত হাওয়ায় । বড় বেশী শব্দের জঞ্জাল চারিদিকে । তাকে আরও ভারাক্রান্ত করতে কেন উসকানী দাও আমাকে ? আমাকে আমার অতিপ্রিয় শব্দের সীমাবদ্ধতা নিয়ে মিলিয়ে যেতে দাও অন্তিম দিগন্তে । অন্য কেউ অন্য কোন দিনে আমার অধরা শব্দের টুকরোরাশি সশব্দে কুড়িয়ে নিক- সযত্নে সাজিয়ে তুলুক অপরূপ শব্দমালা এক- পৃথিবীর বহু আলোকবর্ষ পথে ছড়াক সে অনবদ্য অনন্ত দ্যুতি। ************ (এটি ব্লগে লেখা আমার প্রথম কবিতা। প্রথম পাতায় একসেস পাবার পর কবিতাটি রিপোষ্ট করা হল।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.