প্রিয়তম আকাশ,
তোমার বুকে পতপত করে উড়ছে এক পতাকা
যেন সবুজ বনের মাঝে একদলা হরিণের রক্ত
আর বাঘটা গেছে এক শিশুদের পাড়ায়।
প্রিয়তম আকাশ,
তোমাকে আমি শেষ যে চিঠি দিয়েছিলাম
তার উত্তর দাওনি এতদিনেও
আজ হঠাৎ দরজায় নাড়ছে ডাকপিয়ন
তার হাতে তোমার চিঠির উত্তর
মানে আমার জন্য এসেছে রাষ্ট্রীয় গ্রেফতারী পরোয়ানা ।
প্রিয়তম আকাশ,
শৈশবে আমার মনের নাম রেখেছিলাম এক নদীর নামে
আজ সেই নদীর ভেতরে রক্তবৃষ্টির অপেক্ষায় থাকা মেঘ
আর আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে
খুজে যাই বৃষ্টির গন্ধ।
প্রিয়তম আকাশ,
আমার শিরার ভেতরে বয়ে যায়
আরব্য রজনীর পেট্রোল ডিজেল আর অকটেন
নিজেকে আমার এখন একটা সভ্য ইঞ্জিন ছাড়া
আর কিছু মনে হয় না
আর সেই ঘুড়িগুলো উড়ছে তবে তোমার বুকে নয়
এক নিঃসংগ দোতলা বাসের ভেতরে।
প্রিয়তম আকাশ,
আমি অন্ধ তবু এই অন্ধত্ব এমন যে
শুধু টেলিভিশন দেখতে পারি, শুধু টেলিভিশন দেখি
আর সেখানে দেখি প্রেসিডেন্ট,মন্ত্রী,আমলা,বুদ্ধিজীবি,ব্যবসায়ী
দের পোশাকবন্দী নগ্ননাচ আর রক্তপানের উৎসব ।
প্রিয়তম আকাশ,
কতদিন আমি সমুদ্র দেখিনা
দেখিনা পাহাড়ের চুড়ায় সুর্য-রোদের কানামাছি খেলা
শুধু টেলিভিশন দেখি, শুধু টেলিভিশন দেখি
প্রিয়তম আকাশ,
তোমকে দেখি শুধু জাতিসঙ্ঘের মাথার উপরে
তোমাকে দেখি পশ্চিমা বাতাসে ওড়া পৃথিবীর
বিচিত্র সঙ্ঘের ভস্মছাইয়ে ফিনিক্স পাখি খুজতে
আর আমাদের হৃদয়সঙ্ঘে শুধু যুদ্ধের কঙ্কালদের সভা।
প্রিয়তম আকাশ,
প্রেমকে চেয়েছিলাম মানুষের বীজ
শেষ সুর্যের আলোয় বয়ে নেয়ার শক্তি আর ওমে
তার বদলে পেলাম অন্তর্বাসে ঢাকা যৌনতা
যা মানুষ বেচাকেনার নয়া কেরামতি।
প্রিয়তম আকাশ,
আয়নার সামনে দাঁড়িয়ে আমি আর নিজেকে দেখিনা
দেখি আমার বিপরীতে দাঁড়িয়ে আছে একটা শূন্য আয়না
যা কেনা বা বেচা যায় নতুন কোন বাজারে
আর শুধু টেলিভিশন দেখি, শুধু টেলিভিশন দেখি।
প্রিয়তম আকাশ,
শৈশবে তোমার সাগরে ভাসিয়েছিলাম কাগজের নৌকা
তারা আজ ফিরে আসছে বিশাল বিশাল যুদ্ধজাহাজ হয়ে
অনেক অনেক অনেক মানুষের লাশ সদাই করে
একেই বলে মনে হয় আন্তর্জাতিক মৈত্রী বা প্রেম !!
প্রিয়তম আকাশ,
তোমার মনের দরজা খুললে
টেলিভিশনে বন্দী এক বিরাট তিমির লাশের গন্ধ
আর ভাসমান বিমান,উড়ন্ত কামান
আমি একটা সুগন্ধী মাংসপিণ্ড হয়ে
তার সামনে দাঁড়িয়ে অকাল মৃত্যুর আনন্দে নাচি।
প্রিয়তম আকাশ,
তোমার ছায়ায় যেসব শিশুরা
স্বপ্নতো দুরের কথা ঘুমোনোর জায়গাই পায়না
তারা যদি সব প্রার্থনাশালা ভেঙ্গে
সেখানে চাই কোন গণিকার প্রাসাদ
আবার এক জারজ জন্মের বৈধতার খোজে
আর গনিকার গর্ভে ঘুমোনোর বিছানার ওমে
তাহলে কি তুমি ভেঙ্গে পড়বে নিদারুন বজ্রপাতে???
প্রিয়তম আকাশ,
তোমার মনের কোনে লুকিয়ে রাখা
সেই নদীটাকে আকো এক বনের ধারে
আর তোমার রঙ্গগুলোকে নর্তকী করে নাচাও রংধনু
আমি সেখানে প্রেমে পড়বো এক আদিবাসি মেয়ের
যার চোখের ভেতরে দেখবো
ছায়া ফেলেছে এক ফলের বাগান
সেখানে ঝুলে থাকা এক টসটসে ফলের রসের প্রানে
জন্ম নেবে আমাদের যৌথ জীবন।
প্রিয়তম আকাশ,
তুমি নীলের অধিক নীল হও
বেদনার এই বর্তমান রঙ-এ ও নয়
নয় আনন্দের সেই অতীত রং-এ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।