তোমার কপোলে তো আমিই এঁকে দিই চুম্বনের দাগ, আর এভাবে
সারারাত তোমার গ্রীবায়, চিবুকে, তলদেশে
চুমুতে চুমুতে
ভালোবাসা দীর্ঘতর হলে
তুমিও তো গরবে গরবিনী হও, প্রিয়তম দেশ আমার।
তবু আজ চারদিকে এ কেমন কুৎসিত মুখের করতালি
বিভৎস চিৎকার
ভাঙচুর
গোলমাল
দেখো, বিজিত তারাই
যারা লুটে নেয় অনাহারী মানুষের মুখের আহার।
প্রিয়তম দেশ আমার,
কি করে তুমি এতোকাল ধরে
তোমার যুগল উরুর মধ্যখানে লুকিয়ে রেখেছো
এইসব দাঁতালের মুখ।
তাহলে কি
ভ্রষ্টা নারীর মতো
তুমিও আজ হারিয়ে ফেলেছো
সম্ভ্রম রার দুরন্ত সাহস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।