আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
প্রিয়তম কবিতা
বৃদ্ধ পাকুড়ের পেচানো লতায় ঝুলে ছিলাম, নি্ত্যদিনের ঘুঘু বুলবুলি শারকের ডাকে ঘোরময় দুপুরে কাদামাঠঘাট ঝোপঝাড় পেরিয়েছিলাম, পাইলাম বনবড়ই আটিস্বরের অমৃত পান করছিলাম কোন এক বর্ণিল স্বপ্নের হাতছানিতে মাখামাখি শৈশবে
অনেকটা বছর পর
আমার ক্লান্তশ্রান্ত নির্মেদ সময়, ভরাজল চোখে চেয়ে দেখি মাটির কর্ষন
স্বপ্নগুলো নিভুনিভু করেও জ্বলে ওঠে, বারবার, ফেঁড়ে ফেলা মাটিতে চোখের জল ফেলে বলি কৈশরসবুজ হইয়ো আবার
প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা
স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।
______________
_____ বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।