ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো...
এখনও প্রতেহ্য তাঁর কাছে ফিরি। তার গানে বা কবিতায় উদ্বেলিত হই, সংগ্রামী হই, বিরহ ও প্রেমকাতর হই। আমাকে ফিরতেই হয় তার কাছে। বৃষ্টি হলেই আমার মন গেয়ে উঠে
..আজি ঝরঝর মুখর বাদল দিনে.....
তিনি রবীন্দ্রনাথ! বাঙলার আরেক নাম, এই পরবাসে আরেক পরিচয়। আমরা বাঙালীরা বড় ভাগ্যবান। আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন। তার লেখা গীতিনাট্য " তুমি সন্ধ্যার মেঘমালা" নিজের বলে চালিয়ে দিতে গিয়ে ধরা পড়েন পাবলো নেরুদা। আঁদ্রে জিদের মতো কালপুরুষ বলেন তিনি মহাকালের স্রষ্টা, তিনি গুরুদেব!
তার কবিতা পড়ে র্নিবাক হয়ে পড়েন ডব্লিউ বি ইয়েটস! সমসাময়িককালে বিশ্বসভায় এমনই ঝড় তুলেছিলেন তিনি। তাইতো তিনি নমস্য! তিনি বিশ্বকবি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।