অনলাইনে শিশুদের পর্ণো ছবি সংগ্রহ এবঙ তৈরির চাঞ্চল্যকর একটি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 39 বছর বয়স্ক গ্রেগরি জন মিশেলকে ভার্জিনিয়ার ফেডারেল কোর্ট গত 14 জুলাই 150 বছরের কারাদণ্ড প্রদান করেছে।
অনলাইনে এক বালকের পর্ণো ছবি সংগ্রহ এবং বিতরণের এ ঘটনাটি গত বছরের শেষার্ধে সমগ্র আমেরিকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এ নিয়ে কংগ্রেসেও শুনানি হয়েছে এবং অনলাইনে পর্নোগ্রাফির বিরুদ্ধে কঠোর আইনের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গোয়েন্দা বিভাগের জিজ্ঞাসাবাদের সময় গত জানুয়ারি মাসে মিশেল দোষ স্বীকার করে। তিনি প্রতিদিন ওয়েবসাইটে শিশু পর্ণোগ্রাফি বিষয়ক কন্টেন্ট ও ভিডিও আপলোড করতেন।
উন্নত বিশ্বে শিশু পর্ণোগ্রাফি রুখতে নিত্য নতুন উদ্যোগ নেয়া হচ্ছে । 150 বছরের এই দীর্ঘ মেয়াদী কারাদণ্ড অনেককেই এধরনের অপরাধ থেকে বিরত রাখবে বলে মনে করা হচ্ছে ।
শিশু পর্নোগ্রাফি রুখতে একত্রে কাজ করছে ইন্টারনেট জায়ান্ট এওএল, ইয়াহু, মাইক্রোসফট, আর্থ লিংক, নেটজিরো এবং জুন । এজন্য তারা একটি টিম তৈরি করার পাশাপাশি ও এ খাতে ব্যয়ের জন্য 1 মিলিয়ন ইউএস ডলারের ফান্ড তৈরি করেছে। এর ফলে পর্নো ছবি'র একটি বিশাল ডাটাবেজ তৈরি করা হবে।
পরবতর্ীতে ই-মেইল অ্যাটাচমেন্ট, ইমেজ সাইট এবং অন্যান্য স্থানে খুঁজে পর্নোছবিগুলো ডিলিট করা হবে । তবে এই বিশাল ডাটাবেজ কীভাবে তৈরি হবে বা কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।