http://www.myspace.com/423882880/music/songs/31785002
অস্ট্রেলিয়ান শিল্পী বেন লি। বয়স ৩২। গিটার গলায় ঝুলিয়ে গানে গানে ছুঁতে চেয়েছেন সমসাময়িকতা। কন্ঠে আছে দারুণ আর্তি, সোজা কথা সরাসরি বলার কৌতুক।
ক্রিয়েটিভ এজেন্সী লিও বার্নেট, সিডনী বিশ্ব ধরিত্রী দিবসে ( ২০ এপ্রিল ২০১০) ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-এর জন্য নতুন একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছে।
নির্মিত মিউজিক ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে বেন লি-এর “Song for the Divine Mother of the Universe.” গানটি।
মিউজিক ভিডিওতে যে গল্পটি চিত্রায়িত করা হয়েছে, সেটি হলো একটি মহাকাশযানে (ক্যাপসুল) একটি শিম্পাঞ্জিকে স্বর্গের খোঁজে পাঠানো হয়েছিল। শিম্পাঞ্জিটি সময় মতো না ফিরে পথ হারিয়ে ফেলে এবং আশ্চর্যজনক ভাবে ৬৫ বছর পর পৃথিবীর সন্ধান পায়। পৃথিবীতে তাঁর সেই ফেরার ব্যাকুলতা আর আবেগকে ধারণ করা হয়েছে এই ভিডিও চিত্রটিতে। মহাশূন্যের নিসঙ্গ নভোচারী হয়ে জীবনের পুরোটা কাটিয়ে সে স্বর্গ নয়, পৃথিবী মাতার কাছেই ফিরতে চায়।
কিন্তু পৃথিবী যেন অদ্ভুত এক হা ঘর। ধুসর ও ক্ষয়িষ্ণু ঘরে ফিরে বৃদ্ধ শিম্পাঞ্জিটিও ধরে রাখতে পারেনি চোখের জল।
বেন লির ঘরে ফেরার আর্তি গানে ফুটে উঠেছে এই ভাবে, ...Tell me mother can you hear me sing, Your love is everything...Heart and soul...Breath and skin, Your love is everything!...
আমার বুকটাও পৃথিবীর জন্য, আমার পৃথিবী মায়ের জন্য আর হা-ঘরে ফেরা শিপাঞ্জি বন্ধুটির জন্য কেঁদে উঠেছে। কোথায় যাবো আমরা, এই পৃথিবী ছেড়ে?
দেখুন :
Space Monkey - it's not a planet, it's our home. (Viral Video for World Wildlife Fund)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।