কবিতা মনের কথা বলে।
রাত হল ভোর,পাখিরা বিভোর কলতানে
মুখরিত বন,শোভিল কানন প্রভাত লগ্নে।
কুঁজন করিছে ভোরের পাখি,ফুটিছে ফুলদল
মিষ্টি মধুর গন্ধ এসে জাগায় কৌতুহল।
মৌমাছি দল কোলাহল করে আহ্রিছে মধু
প্রাতঃস্নানে কলসি কাঁখে চলছে নবীন বধু।
করিছে স্নান,ভরিছে কলসি,ফিরছে সবে গাঁয়,
গাঁয়ের রাখাল বংশী হাতে মাঠের দিকে যায়।
চড়িছে গরু,খেয়েছে ঘাস,করিছে উল্লাস,
রৌদ্রতাপে দগ্ধ হয়ে,খুঁজিছে বনের পাস।
মেঘেলা আকাশ,বহিছে বাতাস,উড়িছে ধুলি খড়,
ঝরিছে বৃষ্টি,দিতেছে পুষ্টি ,ধরনীর উপর।
নীলাম্বরীর সিক্ত আঁচলে,ঢেকেছে নিখিল ধাম,
সেঁজেছে ধরনী,মনোহারিনী, অপলক নয়নাভিরম।
নেমেছে গোধূলী, এসেছে সন্ধ্যা,রক্ত বর্নে শোভিত,
জীবনের লীলা এই বুঝি শেষ, করিছে চিত্রিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।