আমাদের কথা খুঁজে নিন

   

নানান রঙের প্রতিভা

লেখক/কবি

সফল ক্যারিয়ার গড়েতুলতে দরকার প্রতিভা, কমবেশী সবাই একথা এক বাক্যে স্বিকার করবেন। কিন্তু প্রতিভাও রয়েছে অনেক ধরনের রকমফের, এজন্যই বোধ হয় সবাইকে দিয়ে সব কাজ হয়না। এক সময় আইকিউকে প্রতিভা পরিমাপের অন্যতম নিয়ামক ভাবা হতো, বর্তমানে বুদ্ধিমত্তাবিষয়ে সে ধারনা বদলাতে শুরু করেছে। তাই পেষা বেছে নেবার আগে জেনেনিন আপনার কোন ধরনের প্রতিভা রয়েছে। ১৯৮০’র দশকে হর্ভাড বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও শিক্ষা বিষয়ক অধ্যপক ড.হাওয়ার্ড গার্ডনার বহুমাত্রিক বুদ্ধিমত্তার ধারনা প্রবর্তনের মধ্যদিয়ে বুদ্ধিমত্তা পরিমাপে সম্পূর্ন নতুন এক ধারনার প্রচলন করেন।

এর আগেপর্যন- বুদ্ধিমত্তাকে পুরোপুরি আইকিউ এর সঙ্গে সম্পর্কের ওপর ভিত্তি করে বিচার করা হতো। এধরনের পরীক্ষায় গাণিতিক এবং ভাষাগত দক্ষতার দিকটি বেশকিছু সমস্যা সমাধান করতেদিয়ে তা যাচাই বাছাইয়ের মাধ্যমে বিচার বিশ্লেষন করা হয়। আইকিউ পরীক্ষার মাধ্যমে খুব সহজে কেতাবী ব্যাক্তিত্বদের বাছাই করা সম্ভব। এধরনের লোকেরা সাধারনত আচরনের দিকদিয়ে অনেক বেশী বাস-ববাদী হয়, এধরনের পরীক্ষার মাধ্যমে ব্যক্তির ভবিষ্যত, জীবনে প্রেম ভালোবাসা অথবা কর্মক্ষেত্রে সাফল্যের বিষয়গুলো নিশ্চিত জানা যায়না। কোন কোন দিক দিয়ে আমাদের আরো বেশী চৌকশ হয়ে উঠতে হবে এর মাধ্যমে তারও খুব কম পরিমান ব্যাখ্যা পাওয়া যায়।

গার্ডনারের ধারনাটি সেদিকদিয়ে খুব সরল ধরনের। এতে সাধারন বোধ-বুদ্ধির ওপর অনেক বেশী গুরুত্ব আরোপ করা হয়েছে। গার্ডনার মোট আট ধরনের বুদ্ধিমত্তা চিহ্নীত করেছেন, যার বর্ননা নীচে একে একে তুলে ধরা হলো (খানিকটা আলাদা হওয়ার পরও বুদ্ধিমত্তার নিয়ামক গুলোকে গার্ডনারের মূলনামে বন্ধনীর ভেতর উল্লেখ করা হয়েছে)। গার্ডনার তার তত্ত্বনিয়ে কাজ করার সময় অন্যান্য বুদ্ধিজীবিগণ তাদের নিজেদের চিন-াদিয়ে তত্ত্বটিকে সমৃদ্ধ করেন , নীচে এমন দু’টি চুড়ান- তালিকা তুলে ধরা হয়েছে। এই তালিকার কোনটির সাথে আপনার নিজের সবচাইতে বেশী মিল রয়েছে তা মিলিয়ে দেখুন।

ভাষাগত আপনি আপন মনে শব্দচয়ন ও গল্প ভালোবাসেন। শব্দনিয়ে খেলাকরা আপনার জন্য মজার একটি কাজ। একই সঙ্গে আপনি একজন উন্মুখ পাঠক। সঞ্চয়ে প্রচুর শব্দ রয়েছে আপনার। সম্ভবত আপনি ভাষা শিখতে ভালোবাসেন।

নিয়মিত নানান বিষয়ে লিখাও আপনার অন্যতম পছন্দের একটি কাজ। সম্ভবত আপনি শব্দের তালিকা স্মরন রাখতে পারেন। সেই সঙ্গে আপনি একজন ভালো গল্পকার। গাণিতিক/যৌক্তক-গাণিতিক নিঃসন্দেহে আপনি বিভিন্ন জিনিসের মধ্যে পারস্পারিক সম্পর্ক খুজে বেড়ান। বিভিন্ন অবয়ব, বিমূর্ত অনেক সমস্যা, কঠিন ধাঁধা, দুর্বোধ্য সবপ্রশ্নের সমাধান খুজতে আপনি ভালোবাসেন।

আপনি আকার-আকৃতির শেনীবিন্যস এবং জটিল সমন্বয় নিয়ে ভাবতে পছন্দ করেন। সম্ভবত আপনি কোন কিছুর তালিকাও তৈরী করে রাখেন। দৃশ্য িপ্রয় আপনি রঙ, গঠন বৈচিত্র এবং যে কোন কিছুর বুনট সমন্ধে সচেতন। সম্ভবত আপনি কোন বস-, নক্সা, মানচিত্র এবং হিজিবিজি কিছু স্মরন রাখতে মনোছবির ব্যবহার করে থাকেন। আঁকাআকিতে, রঙের ব্যবহারে বা ভস্কর্য নির্মানে আপনি দক্ষ হতে পারেন।

শারীরিক/শারীরিক কশ্রত আপনি ব্যয়াম, খেলাধুলা এবং নাচ উপভোগ করেন। কোন জনসভা অথবা অতিথি সমাগমে প্রথম দেখাতেই সবার নজরে পরেন আপনি। কোন কিছু শিখতে আপনি সাধারনত কোমড় বেধে নেমে পরেন এবং সবার আগে কোন কিছুর উদ্যেগ নিয়ে থাকেন। সঙ্গীতিক আপনি শব্দে-ছন্দে-তালে অভ্যস'। সম্ভবত ছোটবেলা থেকেই আপনি গান গাইতে ও শুনতে উন্নত অভিরুচির পরিচয় দিয়ে আসছেন।

গান আর সুর এই দু’টি বিষয় আপনি খুব ভলোভাবেই স্মরন রাখতে পারেন। গান আপনার মেজাজ মর্জির ওপর খুব প্রবল প্রভাব রাখতে পারে। আবেগী ব্যক্তিত্ব আপনি নিজেকে নিয়ে ভাবতে খুববেশী অভ্যস-। প্রজ্ঞাবান ও আত্নজ্ঞানি হয়ে ওঠার জন্য সিমাহীন এক অভিযানে নেমেছেন আপনি। মনের আশা, আকাঙ্খা, রুচিবোধ, অভিজ্ঞতা, চিন-াভাবনা হয়তো আপনি ডায়রিতে নিয়মিত লিখে রাখেন।

কোন কিছু সমন্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে আপনি খানিকটা হলেও সময় নিয়ে ভেবেনেন। কিভাবে আবেগ নিয়ন-ন করতে হবে তা আপনার খুব ভালোভাবেই জানা আছে। সামাজিক/বর্হিমুখি ব্যক্তিত্ব আশপাশের লোক জন সমন্ধে জানতে ও তাদের সঙ্গ উপভোগ করতে ভালোবাসেন আপনি। জনসভা, অতিথি সমাগম, খেলাধুলা এবং ধর্মীয় জামায়েত আর যূথচারি কর্মকান্ডে অংশনেয়া আপনার চারিত্রিক বৈশিষ্ট্য। অন্যের আবেগ অনুভুতির সাথে আপনি গভীরভাবে একাত্নতা প্রকাশ করতে পারেন।

প্রকৃতিপ্রেমি প্রকৃতিক বৈচিত্র অথবা এর নানান ধরনের ঘটনা প্রপঞ্চ আপনাকে অভিভুত করে । অন্যদের যাকিছু চোখে পরেনা তাও আপনার নজর কাড়তে সক্ষম হয়। সম্ভবত আপনি মুক্ত পরিবেশে বাধাবন্ধনহীন ঘুরে বেড়াতে আর গাছপালা, পশুপাখি ভালোবাসেন। বাড়ির ভেতর বাইরের পরিবেশ পরিপাটি রাখার ব্যপারে আপনার গভীর আগ্রহ রয়েছে। আধ্যাত্নিক অসি-ত্বের মৌলিক প্রশ্নগুলো নিয়ে মাথা ঘামাতে পছন্দ করেন আপনি ।

নীতরি প্রশ্নে তাই সব সময়ই অনড় অবস'ান নিয়ে থাকেন। সেই মোতাবেগ পদক্ষেপ গ্রহন করেন। সম্ভবত আপনি ভালোভাবে বিকশিত কোন বিশ্বাস আপন মনে ধারন করেন এবং এর জন্য কঠিন সংগ্রাম চালিয়ে যেতে ও যে কোন ত্যাগ স্বিকার করতে তৈরী থাকেন। বাস্তববাদী আপনি ঘটনার জন্মদিতে অভ্যস'। প্রায়ই কোনকিছু ঠিকঠাক করেদিতে, নির্মান করতে, গোছগাছ করতে বা জোড়াতালি দেবার মত কাজে অথবা অন্যকোন বিষয়ে সিদ্ধানে- আসতে পরামর্শের জন্য প্রথমেই আপনার ডাক পরে।

অন্যরা সবাই যখন কি করতে হবে বা কি করা উচিত এমন ভাবনা ভাবছে সেই সময় আপনি হযতো কাজটি একদম হাতে কলমে করে দেখিয়ে দেবার কথা ভাববেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.